মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৫
নামাযের অধ্যায়
(৮) নফল নামাযের ফযীলত এবং নফল দ্বারা ফরয এর ক্ষতিপূরণ প্রসঙ্গে
(৬৫) ইয়াহইয়া ইবন ইয়া'মার রাসূল (ﷺ)-এর জনৈক সাহাবী থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, বান্দাকে সর্বপ্রথম তার নামায সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। তিনি যদি তা পূর্ণ করে থাকেন তাহলে তা পূর্ণরূপে লিপিবদ্ধ হবে। আর যদি তিনি তা পূর্ণ না করেন তখন আল্লাহ তা'আলা বলবেন, তোমরা আমার বান্দার (কোন নফল নামায) আছে কিনা দেখ। যদি থাকে তাহলে তা দ্বারা তার ফরযের অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করে দাও। তারপর যাকাতের হিসাব নেয়া হবে অনুরূপভাবে। তারপর অপরাপর আমলেরও হিসাব নেয়া হবে অনুরূপভাবে।
(আহমদ ইবন্ আবদুর রহমান বলেন, হাদীসটি অন্য কোথাও আমি পাই নি। তবে এর রাবীগণ সহীহ্ হাদীসেরই রাবী। অপর কিছু হাদীসেও এ হাদীসের বক্তব্যের সমর্থন পাওয়া যায়।)
(আহমদ ইবন্ আবদুর রহমান বলেন, হাদীসটি অন্য কোথাও আমি পাই নি। তবে এর রাবীগণ সহীহ্ হাদীসেরই রাবী। অপর কিছু হাদীসেও এ হাদীসের বক্তব্যের সমর্থন পাওয়া যায়।)
كتاب الصلاة
(8) باب فضل صلاة التطوع وجبر الفرائضى بالنواقل
(65) عن يحيى بن يعمر عن رجلٍ من أصحاب النَّبيِّ صلى الله عليه وسلم قال قال
رسول الله صلى الله عليه وسلم أوَّل ما يحاسب به العبد صلاته، فإن كان أتمَّها كتبت له تامَّةً، وإن لم يكن أتمَّها قال الله عزَّ وجلَّ انظروا هل تجدون لعبدى من تطوُّع فتكلموا بها فريضته، ثمَّ الزَّكاة كذلك ثمَّ تؤخذ الأعمال على حسب ذلك
رسول الله صلى الله عليه وسلم أوَّل ما يحاسب به العبد صلاته، فإن كان أتمَّها كتبت له تامَّةً، وإن لم يكن أتمَّها قال الله عزَّ وجلَّ انظروا هل تجدون لعبدى من تطوُّع فتكلموا بها فريضته، ثمَّ الزَّكاة كذلك ثمَّ تؤخذ الأعمال على حسب ذلك