মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৯
আন্তর্জাতিক নং: ২৪৩৫
পবিত্রতা অর্জন
(৫) পরিচ্ছেদঃ মৃত পশুর চামড়া প্রক্রিয়াজাত করার মাধ্যমে পবিত্র করা
(৪৯) আব্দুর রহমান ইবন্ ও'আলাহ্ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা)-কে বললাম, আমরা যুদ্ধে গমন করি তখন আমাদের নিকট চামড়া ও ভিস্তি আনয়ন করা হয় (এগুলির বিধান কি)। তখন ইবন্ আব্বাস (রা) বলেন, আমি তোমাকে কি বলব জানি না, তবে আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি; যে কোনো চামড়া প্রক্রিয়াজাত করা হলে তা পবিত্র হয়ে যায়।
كتاب الطهارة
(5) باب تطهير إهاب الميتة بالدباغ
49 عن عبد الرحمن بن وعلة عن ابن عباس رضى الله عنهما قال قلت له نغزؤا فنؤتى بالاهاب (1) والاسقية قال ما أدرى ما أقول لك الا أني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أيما اهاب دبغ فقد طهر

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (فع م والاربعة)

(মুসলিম ও অন্যান্য)
tahqiqতাহকীক:তাহকীক চলমান