মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৮
আন্তর্জাতিক নং: ১২০৮২
পবিত্রতা অর্জন
(৪) পরিচ্ছেদঃ পেশাবের নাপাকি থেকে মাটি পবিত্র করার বিধান
(৪৮) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একজন বেদুঈন এসে মসজিদের মধ্যে পেশাব করে । তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, বড় এক বালতি বা গামলা পানি পেশাবের উপর ঢেলে দাও।
كتاب الطهارة
(4) باب في تطهير الارض من نجاسة البول
(48) عن انس بن مالك رضى الله عنه قال جاء أعرابى فبال في المسجد فقال رسول الله صلى الله عليه وسلم أهريقوا عليه ذنوبا (4) أو سجلا من ماء

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (ق) وغيرهم عن أنس أيضا بنحو حديث أبي هريرة المتقدم

(বুখারী, মুসলিম ও অন্যান্য)
tahqiqতাহকীক:তাহকীক চলমান