মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৮
আন্তর্জাতিক নং: ১৮৩৪৫
নামাযের অধ্যায়
(৫) যথাসময়ে নামায পড়ার ফযীলত এবং তা সর্বোত্তম আমল
(৪৮) হানযালা আল কাতিব (রা) থেকে বর্ণিত, আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামায যথাযথভাবে তার রুকু সিজদা ওযূ এবং ওয়াক্তের প্রতি গুরুত্বারোপসহ আদায় করে, আর বিশ্বাস করে যে, তা আল্লাহর পক্ষ হতে আগত, সত্য সে জান্নাতে প্রবেশ করবে। অথবা বললেন, তার জন্য জান্নাত প্রাপ্ত আবশ্যক হয়ে যাবে। (অপর এক বর্ণনায় আছে) তাকে আল্লাহ্ হক বলে বিশ্বাস করে জাহান্নাম তার জন্য হারাম করা হবে।
كتاب الصلاة
(5) باب في فضل الصلاة لوقتها وانها أفضل الأعمال
(48) عن حنظلة الكاتب رضى الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من حافظ على الصَّلوات الخمس ركوعهنَّ وسجودهنَّ ووضوئهنَّ ومواقيتهنَّ وعلم أنَّها حقٌّ من عند الله دخل الجنَّة. أو قال وجبت له الجنَّة (وفي روايةٍ، براها حقا لله حرم على النار)
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) قال الهيثمى رواه أحمد والطبرانى ورجال أحمد رجال الصحيح
[হাইসুমী বলেন, হাদীসটি আহমদ ও তাবারানী কর্তৃক বর্ণিত । আহমদের রাবীগণ নির্ভরযোগ্য।]
[হাইসুমী বলেন, হাদীসটি আহমদ ও তাবারানী কর্তৃক বর্ণিত । আহমদের রাবীগণ নির্ভরযোগ্য।]