মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৭
আন্তর্জাতিক নং: ২২৩৭৮
নামাযের অধ্যায়
(৫) যথাসময়ে নামায পড়ার ফযীলত এবং তা সর্বোত্তম আমল
(৪৭) রাসূল (ﷺ)-এর আযাদকৃত গোলাম ছাওবান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমরা নিষ্ঠার সাথে আল্লাহর আনুগত্য করো, তার জন্য সওয়াবের হিসাব করো না। (অপর এক বর্ণনায় আছে। তোমরা নিষ্ঠার সাথে অনুগত্য করো তাহলে সফল হবে।) তোমরা জেনে রাখ যে, তোমাদের সর্বোত্তম আমল হল নামায। আর মু'মিনরাই কেবল ওযূর হিফাজত করেন।
كتاب الصلاة
(5) باب في فضل الصلاة لوقتها وانها أفضل الأعمال
(47) عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم استقيموا (1) ولن تحصوا (وفى رواية استقيموا تفلحوا) واعلموا أن خير أعمالكم الصَّلاة ولن يحافظ على الوضوء إلاَّ مؤمنٌ

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (جه. هق. ك) وقال صحيح على شرطهما ولا علة له سوى وهم أبى بلال (قلت) ورواية الامام احمد من غير طريق أبى بلال بسند جيد، ورواه الطبرانى فى الأوسط من حديث سلمة بن الأكوع وقال فيه (واعلموا ان أفضل أعمالكم الصلاة)

[বাইহাকী, ইবন্‌ মাজাহ ও হাশিম কর্তৃক বর্ণিত। ইমাম আহমদের সনদ উত্তম। হাদীসটি তারাবানীও বর্ণনা করেছেন।]......

হাদীসের ব্যাখ্যা:

উযূর প্রতি যত্নবান সতর্ক থাকার অর্থ এও হতে পারে, সর্বদা সুন্নাত পদ্ধতির প্রতি লক্ষ্য রেখে উত্তমরূপে উযু করা। আবার এও হতে পারে, সব সময় উযূ অবস্থায় থাকা। ভাষ্যকারগণ উভয় ব্যাখ্যাকে অনুমোদন করেছেন। অধমের (গ্রন্থকার) নিকট উভয় ব্যাখ্যাই যথার্থ। রাসূলুল্লাহ ﷺ এই হাদীসে "উযূর প্রতি যত্নবান থাকা" কে পূর্ণ ঈমানের এবং অবিচল বিশ্বাসের প্রতিফলন বলে বর্ণনা করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান