মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৬
আন্তর্জাতিক নং: ৬৬০২
নামাযের অধ্যায়
(৫) যথাসময়ে নামায পড়ার ফযীলত এবং তা সর্বোত্তম আমল
(৪৬) আব্দুল্লাহ ইবন্ আমর (রা) থেকে বর্ণিত, এক লোক রাসূল (ﷺ)-এর কাছে এসে তাঁকে সর্বত্তম আমল সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তখন রাসূল (ﷺ) বললেন, (সর্বোত্তম আমল হল) নামায। আবার জিজ্ঞাসা করলেন, তারপর কি? উত্তরে বললেন, নামায। তারপর আবার জিজ্ঞাসা করল, তারপর কি? উত্তরে বললেন, নামায। এভাবে তিনবার বললেন । রাবী বলেন, যখন প্রশ্ন বেশী করা হলো তখন রাসূল (ﷺ) বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এক ব্যক্তি বলল, আমার পিতা-মাতা রয়েছে। রাসূল (ﷺ) বললেন, আমি তোমাকে পিতা-মাতার সাথে উত্তম ব্যবহার করতে নির্দেশ দিচ্ছি। লোকটি বললেন, সে শপথ! যিনি আপনাকে নবী (ﷺ) সত্যসহ প্রেরণ করেছেন, আমি অবশ্যই পিতা-মাতাকে ছেড়ে জিহাদ করব। এ ব্যাপারে তুমিই ভাল জান ।
كتاب الصلاة
(5) باب في فضل الصلاة لوقتها وانها أفضل الأعمال
(46) عن عبد الله بن عمرو رضى الله عنهما أنَّ رجلًا جاء إلى النَّبيِّ صلى الله عليه وسلم فسأله عن أفضل الأعمال، فقال رسول الله صلى الله عليه وسلم الصَّلاة، قال ثمَّ مه قال الصَّلاة، قال ثمَّ مه، قال الصَّلاة ثلاث مرَّاتٍ، قال فلمَّا غلب عليه قال رسول الله صلى الله عليه وسلم الجهاد فى سبيل الله، قال الرَّجل فإنَّ لى والدين، قال رسول الله صلى الله عليه وسلم آمرك بالوالدين خيرًا، قال والذَّى بعثك بالحقِّ نبيًّا لأجاهدنَّ ولأتركنَّهما، قال رسول الله صلى الله عليه وسلم أنت أعلم
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (حب) فى صحيحه وقال الهيثمى رواه أحمد وفيه ابن لهيعة وهو ضعيف وقد حسن له الترمذى وبقية رجاله رجال الصحيح؛ (قلت) واخراج ابن حبان اياه فى صحيحه بدل على صحته لأنهم قالوا ان أصح الكتب بعد الصحيحين صحيح ابن خزيمة ثم ابن حبان والله أعلم
[ইবন্ হিব্বান তাঁর সহীহ গ্রন্থে সংকলিত করেছেন। এতে মনে হয় হাদীসটি ইবন্ হিব্বানের মতে সহীহ্ । তবে হাদীসটির সনদে ইবন্ লুহাইয়া রয়েছেন, তিনি দুর্বল রাবী ।].......
[ইবন্ হিব্বান তাঁর সহীহ গ্রন্থে সংকলিত করেছেন। এতে মনে হয় হাদীসটি ইবন্ হিব্বানের মতে সহীহ্ । তবে হাদীসটির সনদে ইবন্ লুহাইয়া রয়েছেন, তিনি দুর্বল রাবী ।].......