আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৭১
৪৩৪। খাবার উপস্থিত, এ সময়ে নামাযের ইকামত হলে।
ইবনে উমর (রাযিঃ) নামাযের আগে রাতের খাবার খেয়ে নিতেন।
আবু দারদা (রাযিঃ) বলেন, মানুষের জ্ঞানের পরিচয় হল, প্রথমে নিজের প্রয়োজন মিটিয়ে নেয়া, যাতে নিশ্চিতভাবে নামাযে মনযোগী হতে পারে।
৬৩৮। মুসাদ্দাদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ যখন রাতের খাবার উপস্থিত করা হয়, আর সে সময় নামাযের ইকামত হয়ে যায়, তখন প্রথমে খাবার খেয়ে নাও।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন