আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৭০
৪৩৩। যারা উপস্থিত হয়েছে তাদের নিয়েই কি ইমাম নামায আদায় করবে এবং বৃষ্টির দিনে কি জুমআর খুতবা দিবে?
৬৩৭। আদম (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস (রাযিঃ)-কে বলতে শুনেছি, এক আনসারী (সাহাবী) রাসূলুল্লাহ (ﷺ)-কে বললেন আমি আপনার সাথে মসজিদে এসে নামায আদায় করতে অক্ষম। তিনি ছিলেন মোটা। তিনি নবী (ﷺ) এর জন্য কিছু খাবার তৈরী করলেন এবং তাঁকে বাড়ীতে দাওয়াত করে নিয়ে গেলেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে এর জন্য একটি চাটাই পেতে দিলেন এবং চাটাইয়ের একপ্রান্তে কিছু পানি ছিটিয়ে দিলেন। রাসূলুল্লাহ (ﷺ) সে চাটাইয়ের উপর দু’রাকআত নামায আদায় করলেন। জারুদ গোত্রীয় এক ব্যক্তি আনাস (রাযিঃ)-কে জিজ্ঞাসা করল, নবী (ﷺ) কি চাশতের নামায আদায় করতেন ? তিনি বললেন, সে দিন ব্যতীত আর কোন দিন তাঁকে তা আদায় করতে দেখিনি।
