মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
১. একত্ববাদ ও দীনের মূল ভিত্তিসমূহের আলোচনা
হাদীস নং: ২৫
আন্তর্জাতিক নং: ২৭৫৪৭
একত্ববাদ ও দীনের মূল ভিত্তিসমূহের আলোচনা
(৪) পরিচ্ছেদঃ একত্ববাদী মু’মিনগণের প্রাপ্য নিয়ামতরাজি ও পুরষ্কার এবং মুশরিকদের জন্য নির্ধারিত ভয়াবহ তিরষ্কার ও শাস্তি প্রসঙ্গে
(২৫) মুয়ায ইবন্ জাবাল (রা) থেকেও অনুরূপ (উপযুক্ত হাদীসের ন্যায়) একটি হাদীস বর্ণিত আছে।(আহমদ; বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য)
كتاب التوحيد
(4) باب فيما جاء في نعيم الموحدين وثوابهم ووعيد المشركين وعقابهم
(25) وعن معاذ ين جبل رضى الله عنه وعن النبي صلي الله عليه وسلم مثله