মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
১. একত্ববাদ ও দীনের মূল ভিত্তিসমূহের আলোচনা
হাদীস নং: ২০
আন্তর্জাতিক নং: ২৪৭৫২
 একত্ববাদ ও দীনের মূল ভিত্তিসমূহের আলোচনা
(৩) পরিচ্ছেদঃ আল্লাহর গুণাবলী এবং সর্বপ্রকার ক্রটি থেকে তাঁর উর্ধ্বে থাকা প্রসঙ্গে
(২০) আয়শা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন লোকজন তাদের অন্তরে অনুভূত ‘ওয়াস্ওয়াসা’ বা কুমন্ত্রণা সম্পর্কে রাসূল্লাহর (ﷺ) কাছে নালিশ করে বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ), আমরা (আমাদের অন্তরে) এমন কিছু (সাংঘাতিক) বিষয় পাই যে, সে সম্পর্কে কথা বলার চেয়ে আকাশ থেকে লুটিয়ে পড়াই যেন অধিক কাঙ্ক্ষিত (সহজতর) মনে হয়।অতঃপর আল্লাহর রাসূল (ﷺ) বলেনঃ এটিই হচ্ছে ঈমানের সত্যিকার স্বরূপ। (আল-বাযযার, আবূ ইয়া‘লা, মুসলিম, আবূ দাউদ ও নাসাঈ অনুরূপ বর্ণনা করেছেন।)
كتاب التوحيد
(3) باب في صفاته عز وجل وتنزيهه عن كل نقص
(20) زعن عائشة رضي الله عنها قالت شكوا إلي رسول الله صلي الله عليه وسلم ما يجدون من الوسوسة وقالوا يا رسول الله انا لنجد شيئاً لو أن أجدنا خر من السماء كان أحب إليه من أن يتكلم به فقال النبي صلي الله عليه وسلم ذلك محض الإيمان (2)