মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
২. ঈমান ও ইসলামের বর্ণনা
হাদীস নং: ১১
আন্তর্জাতিক নং: ১৩৯০
ঈমান ও ইসলামের বর্ণনা
৩. অনুচ্ছেদঃ ঈমান ও ইসলাম এবং এর স্তম্ভসমূহ সম্পর্কে প্রশ্ন করার জন্য আগত প্রতিনিধিদল প্রসঙ্গে।এতে রয়েছে কয়েকটি অনুচ্ছেদ।
প্রথম অনুচ্ছেদঃ বনু সা‘দ বিন বাকর (রা)-এর পহ্মে দামাম বিন ছা‘লাবা-এর প্রতিনিধিত্ব
প্রথম অনুচ্ছেদঃ বনু সা‘দ বিন বাকর (রা)-এর পহ্মে দামাম বিন ছা‘লাবা-এর প্রতিনিধিত্ব
(১১) তাল্হা বিন উবাইদুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একাদা এক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ)-এর সমীপে উপস্থিত হয়ে বললো, ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! ইসলাম কী? রাসূল (ﷺ) বললেন, দিবা-রাত্রিতে পাঁচ ওয়াক্ত সালাত।সে বললো, এ ছাড়া আমার উপর আরও কিছু সালাত আছে কী? তিনি বললেন, না।সে সিয়াম সম্পর্কেও প্রশ্ন করলো।রাসূল (ﷺ) বলেন, রমযানের সিয়াম।সে বললো, এ ছাড়া আমার উপর আরও কোন সিয়াম আছে কী? বললেন, না। সে যাকাত প্রসঙ্গেও জানতে চাইল এবং বললো, যাকাত ছাড়া আরও কিছু আমার উপর কর্তব্য আছে কী? বললেন, না।সে বললো, আল্লাহর শপথ, আমি এর উপর কিছু অতিরিক্ত করবো না এবং এর থেকে কিছু কমও করবো না।তখন রাসূল (ﷺ) বললেন, লোকটি যদি সত্য বলে থাকে, তবে সে নিশ্চিত মুক্তি লাভ করেছে। (বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ ও অন্যান্য)
كتاب الإيمان والإسلام
(3) باب فيمن وفد على النبي- صلى الله عليه وآله وسلم - من العرب للسؤال عن الإيمان والإسلام وأركانهما وفيه فصول
الفصل الأول في وفادة صمام بن ثعلبة وافد بني سعد بن بكر-رضي الله عنه.
الفصل الأول في وفادة صمام بن ثعلبة وافد بني سعد بن بكر-رضي الله عنه.
(11) (1) وعن طلحة بن عبيد الله- رضي الله عنه- قال: جاء أعرابي إلى رسول الله- صلى الله عليه وآله وسلم- فقال: يا رسول الله ما الإسلام؟ قال: خمس صلوات في يوم وليلة. قال: هل عليّ غيرهن؟ قال: لا، وسأله عن الصوم، فقال: صيام رمضان. قال: هل عليّ غيره؟ قال: لا. قال: وذكر الزكاة، قال: هل عليّ غيرها؟ قال: لا. قال: والله لا أزيد عليهن ولا أنقص منهن، فقال: رسول الله- صلى الله عليه وآله وسلم: قد أفلح إن صدق.