মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৩. তাক্বদীরের অধ্যায়
হাদীস নং: ১
আন্তর্জাতিক নং: ৬৫৭৯
তাকদীর অধ্যায়ঃ
(১) পরিচ্ছেদঃ তাকদীরের বাস্তবতা ও এর তাৎপর্য প্রসঙ্গে
(১) পরিচ্ছেদঃ তাকদীরের বাস্তবতা ও এর তাৎপর্য প্রসঙ্গে
(১) আব্দুল্লাহ ইবন্ আমর ইবনুল 'আস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, আল্লাহপাক আকাশমণ্ডলী ও ভূখণ্ড সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তাকদীরসমূহ নির্ধারণ করে রেখেছেন । (মুসলিম, তাবারানী ও তিরমিযী, তিনি হাদীসটি হাসান ও সহীহ বলে মন্তব্য করেছেন। )
(3) كتاب القدر 4
(1) باب في ثبوت القدر وحقيقته
(1) باب في ثبوت القدر وحقيقته
(1) عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال سمعت
رسول الله صلى الله عليه وسلم يقول قدر الله المقادير قبل أن يخلق السموات والأرض بخمسين ألف سنة
رسول الله صلى الله عليه وسلم يقول قدر الله المقادير قبل أن يخلق السموات والأرض بخمسين ألف سنة
