আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৬১
৪২৮। যিনি নামাযের অপেক্ষায় মসজিদে বসে থাকেন, তাঁর এবং মসজিদের ফযিলত।
৬২৮। কুতাইবা (রাহঃ) ......... হুমাইদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস (রাযিঃ)-কে জিজ্ঞাসা করা হল রাসূলুল্লাহ (ﷺ) কি আংটি ব্যবহার করতেন? তিনি বললেন, হ্যাঁ। একরাতে তিনি ইশার নামায অর্ধরাত পর্যন্ত বিলম্বে আদায় করলেন। নামায শেষ করে আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, লোকেরা নামায আদায় করে ঘুমিয়ে গেছে। কিন্তু তোমরা যতক্ষণ নামাযের জন্য অপেক্ষা করেছ, ততক্ষণ নামাযে রত ছিলে বলে গণ্য করা হয়েছে।
আনাস (রাযিঃ) বলেন, এ সময় আমি রাসূলুল্লাহ (ﷺ) এর আংটির চমক দেখতে পাচ্ছিলাম।
আনাস (রাযিঃ) বলেন, এ সময় আমি রাসূলুল্লাহ (ﷺ) এর আংটির চমক দেখতে পাচ্ছিলাম।
