আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৫১
৪২৩। জামাআতে ফজরের নামায আদায়ের ফযীলত।
৬২১। মুহাম্মাদ ইবনে আলা (রাহঃ) ......... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন (মসজিদ থেকে) যে যত বেশী দূরত্ব অতিক্রম করে নামাযে আসে, তার ততবেশী সাওয়াব হবে। আর যে ব্যক্তি ইমামের সাথে নামায আদায় করা পর্যন্ত অপেক্ষা করে, তার সাওয়াব সে ব্যক্তির চাইতে বেশী, যে একাকী নামায আদায় করে ঘুমিয়ে পড়ে।


বর্ণনাকারী: