আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৯- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৬৪৮
২৭৫২. তোমরা পিতা-পিতামহের কসম করবে না।
৬১৯৩। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের পিতা-পিতামহদের নামে কসম করো না।
