আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৯- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৬৪৭
২৭৫২. তোমরা পিতা-পিতামহের কসম করবে না।
৬১৯২। সাঈদ ইবনে উফায়র (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমর (রাযিঃ) কে বলতে শুনেছি, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের পিতা-পিতামহের নামে কসম করতে নিষেধ করেছেন। উমর (রাযিঃ) বলেনঃ আল্লাহর কসম! যখন থেকে আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এ কথা বলতে শুনেছি, তখন থেকে আমি স্বেচ্ছায় বা ভুলক্রমে কখনো তাদের নামে কসম করিনি।
মুজাহিদ (রাহঃ) বলেছেনঃ أَوْ أَثَارَةٍ مِنْ عِلْمٍ দ্বারা উদ্দেশ্য হচ্ছে, জ্ঞানগত বিষয় নকল করা। অনুরূপ উকায়ল, যুবায়দী ও ইসহাক কালবী (রাহঃ) যুহরী (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। ইবনে উয়াইনা ......... ইবনে উমর (রাযিঃ) নবী (ﷺ) উমর (রাযিঃ) কে বলেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন