আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৪৩
৪২০। নামাযের ইকামত হয়ে গেলে কথা বলা।
৬১৫। আইয়্যাশ ইবনে ওয়ালিদ (রাহঃ) ......... হুমাইদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নামাযের ইকামত হয়ে যাওয়ার পর কোন ব্যক্তির কথা বলা সম্পর্কে আমি সাবিত বুনানীকে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত একটি হাদীস শোনালেন। তিনি বলেন, নামাযের ইকামত দেওয়া হয় এমন সময় এক ব্যক্তি নবী (ﷺ) এর কাছে এলো এবং নামাযের ইকামতের পর তাঁকে ব্যস্ত রাখল।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন