আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৪৬৭
৩৪৩০. আমলে মধ্যমপন্থা অবলম্বন এবং নিয়মিত করা।
৬০২৩। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেনঃ তোমরা ঠিক ঠিকভাবে মধ্যমপন্থায় আমল করতে থাক। আর সুসংবাদ নাও। কিন্তু (জেনে রেখো) কারো আমল তাকে জান্নাতে নিতে পারবেনা। তারা বললেনঃ তবে কি আপনাকেও না? তিনি বললেনঃ আমাকেও না। তবে আল্লাহ তা'আলা আমাকে মাগফিরাত ও রহমতে ঢেকে রেখেছেন।
রাবী বলেছেনঃ এটিকে আমি ধারণা করছি আবু নযর আবু সালামা সূত্রে আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত।
আফফান (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তোমরা সঠিকভাবে আমল কর আর সুসংবাদ নাও। মুজাহিদ রাহঃ বলেছেন, سَدِيدًا وَسَدَادًا অর্থ সত্য।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন