আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৪৬৬
৩৪৩০. আমলে মধ্যমপন্থা অবলম্বন এবং নিয়মিত করা।
৬০২২। উসমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আলকামা (রাহঃ) বর্ণনা করেন, আমি উম্মুল মু’মিনীন আয়েশা (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম, হে উম্মুল মু’মিনীন! নবী (ﷺ) এর আমল কি রকম ছিল? তিনি কি কোন আমলের জন্য কোন দিন নির্দিষ্ট করতেন? তিনি বললেনঃ না। তার আমল ছিল নিয়মিত। নবী (ﷺ) যেমন সক্ষমতার অধিকারী ছিলেন তোমাদের কেউ কি সে সক্ষমতার অধিকারী?
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন