আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৪১১
৩৪১২. সময়ের বিরতি দিয়ে দিয়ে নসীহত করা।
৫৯৬৯। উমর ইবনে হাফস (রাহঃ) ......... শাকীক (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) এর (ওয়ায শোনার) জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় হঠাৎ ইয়াযিদ ইবনে মুআবিয়া নাখঈ (রাহঃ) এসে পড়লেন। তখন আমরা তাঁকে বললাম, আপনি কি বসবেন না? তিনি বললেনঃ না, বরং আমি ভেতরে প্রবেশ করব এবং আপনাদের কাছে আপনাদের সঙ্গীকে নিয়ে আসব। নতুবা আমি ফিরে এসে বসব। সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) তাঁর হাত ধরে বেরিয়ে এলেন। তিনি আমাদের সামনে দাঁড়িয়ে বললেনঃ আমি তো তোমাদের এখানে উপস্থিতির কথা অবহিত ছিলাম। কিন্তু তোমাদের নিকট বেরিয়ে আসতে আমাকে বাধা দিচ্ছিল এ কথাটা যে, নবী (ﷺ) ওয়ায নসীহত করার ক্ষেত্রে আমাদের কিছুসময় অবকাশ দিতেন, যাতে আমাদের বিরক্তির কারণ না হয়।
