আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৪১০
৩৪১১. আল্লাহ তাআলার এক কম একশত নাম রয়েছে।
৫৯৬৮। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আল্লাহ তাআলার নিরানব্বই টি নাম আছে (এক কম একশ নাম)। যে ব্যক্তি এগুলোর হিফাযত করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বেজোড়। তাই তিনি বেজোড়ই পছন্দ করেন।
ইমাম বুখারী (রাহঃ) বলেনঃ “মান আহসাহা” অর্থ যে হিফাযত করল।
ইমাম বুখারী (রাহঃ) বলেনঃ “মান আহসাহা” অর্থ যে হিফাযত করল।
