আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৩৯৭
৩৪০২. মুশরিকদের জন্য দুআ।
৫৯৫৫। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তুফাইল ইবনে আমর (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বললেনঃ দাওস গোত্র নাফরমানী করেছে ও অবাধ্য হয়েছে এবং ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেছে। সুতরাং আপনি তাদের উপর বদদুআ করুন। সাহাবীগণ ধারণা করলেন যে, তিনি তাদের উপর বদদুআই করবেন। কিন্তু তিনি (তাদের জন্য) দুআ করলেনঃ ইয়া আল্লাহ! আপনি দাওস গোত্রকে হিদায়াত দান করুন এবং তাদের মুসলমান বানিয়ে নিয়ে আসুন।
