আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৬- দুআ - যিকরের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৩৮০
৩৩৯০. বরকতসহ মালের প্রাচুর্যের জন্য দুআ করা।
৫৯৩৯। আবু যায়দ সাঈদ ইবনে রবী (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মে সুলায়ম রাঃ বলেন, ইয়া রাসুলাল্লাহ! আনাস আপনার খাদিম। তখন তিনি দুআ করলেনঃ ইয়া আল্লাহ! আপনি তার মাল ও সন্তান বাড়িয়ে দিন এবং আপনি তাকে যা দিয়েছেন, তাতে বরকত দিন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন