আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৬- দুআ - যিকরের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৩৭৮
৩৩৯০. বরকতসহ মালের প্রাচুর্যের জন্য দুআ করা।
৫৯৩৮। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... উম্মে সুলায়ম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আনাস আপনার খাদিম। আপনি আল্লাহর নিকট তার জন্য দুআ করুন। তিনি দুআ করলেনঃ ইয়া আল্লাহ! আপনি তার মাল ও সন্তান বাড়িয়ে দিন, আর আপনি তাকে যা কিছু দিয়েছেন, তাতে বরকত দান করুন।
হিশাম ইবনে যায়দ (রাহঃ) বলেন, আমি আনাস ইবনে মালিক (রাযিঃ) কে অনুরূপ বর্ণনা করতে শুনেছি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
rabi
বর্ণনাকারী: