রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ
৬. সালাম-মুসাফাহার আদব
হাদীস নং: ৮৭৫
সালাম-মুসাফাহার আদব
পরিচ্ছেদ:১১ অনুমতিপ্রার্থীকে 'তুমি কে' জিজ্ঞেস করা হলে 'আমি' বা এরূপ কিছু না বলে সে যে নামে পরিচিত তাই বলে জবাব দেওয়া
হাদীছ নং: ৮৭৫
হযরত উম্মু হানী রাযি. বলেন, আমি (মক্কাবিজয়ের দিন) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তিনি তখন গোসল করছিলেন আর ফাতিমা তাঁকে কাপড় দিয়ে আড়াল করে রাখছিলেন। জিজ্ঞেস করলেন, কে? বললাম, আমি উম্মু হানী। -বুখারী ও মুসলিম
(সহীহ বুখারী: ৩৫৭; সহীহ মুসলিম: ৩৩৬; জামে তিরমিযী: ২৭৩৪; সুনানে নাসাঈ: ২২৫; সুনানে ইবন মাজাহ : ২৭৩৫; মুসান্নাফে আব্দুর রাযযাক: ৪৮৬১; সুনানে দারিমী: ১৪৯৪; সহীহ ইবনে হিব্বান : ১১৮৮; তাবারানী, আল মু'জামুল কাবীর: ১০১৭; বায়হাকী, সুনানুল কুবরা: ৯৫৪; শু'আবুল ঈমান: ৮৪৯৭)
হযরত উম্মু হানী রাযি. বলেন, আমি (মক্কাবিজয়ের দিন) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তিনি তখন গোসল করছিলেন আর ফাতিমা তাঁকে কাপড় দিয়ে আড়াল করে রাখছিলেন। জিজ্ঞেস করলেন, কে? বললাম, আমি উম্মু হানী। -বুখারী ও মুসলিম
(সহীহ বুখারী: ৩৫৭; সহীহ মুসলিম: ৩৩৬; জামে তিরমিযী: ২৭৩৪; সুনানে নাসাঈ: ২২৫; সুনানে ইবন মাজাহ : ২৭৩৫; মুসান্নাফে আব্দুর রাযযাক: ৪৮৬১; সুনানে দারিমী: ১৪৯৪; সহীহ ইবনে হিব্বান : ১১৮৮; তাবারানী, আল মু'জামুল কাবীর: ১০১৭; বায়হাকী, সুনানুল কুবরা: ৯৫৪; শু'আবুল ঈমান: ৮৪৯৭)
كتاب السلام
باب بيان أنَّ السنة إِذَا قيل للمستأذن: من أنت؟ أن يقول: فلان، فيسمي نفسه بما يعرف به من اسم أَوْ كنية وكراهة قوله: «أنا» ونحوها
875 - وعن أُمِّ هانىءٍ رضي الله عنها، قالت: أتيتُ النَّبيَّ - صلى الله عليه وسلم - وَهُوَ يَغْتَسِلُ وَفَاطِمَةُ تَسْتُرُهُ، فَقَالَ: «مَنْ هذِهِ؟» فقلتُ: أنا أُمُّ هَانِىءٍ. متفقٌ عَلَيْهِ. (1)
হাদীসের ব্যাখ্যা:
হাদীছটিতে দেখা যাচ্ছে হযরত উম্মু হানী রাযি.-ও নিজের নাম বলে পরিচয় দিয়েছেন। এটাই নিয়ম। পরিচয় জিজ্ঞেস করলে নাম বলতে হয়। 'আমি' বা এরূপ অস্পষ্ট কিছু বলতে নেই। কেননা 'আমি' বলার ভেতর এক রকম অহমিকা নিহিত থাকে। যেন বোঝানো হয় আমি তো আমিই, আমাকে চেনার জন্য নাম বলার প্রয়োজন হয় না। আর অহংকার না থাকলেও তাতে পরিচয় জিজ্ঞাসার উদ্দেশ্য ব্যর্থ তো হয়ই। ফলে কথা বাড়ে, সময় নষ্ট হয়।
ক. কেউ পরিচয় জিজ্ঞেস করলে পরিষ্কারভাবে নিজের নাম বলা উচিত। 'আমি' বা অন্য কিছু নয়।
ক. কেউ পরিচয় জিজ্ঞেস করলে পরিষ্কারভাবে নিজের নাম বলা উচিত। 'আমি' বা অন্য কিছু নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)