রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ
৬. সালাম-মুসাফাহার আদব
হাদীস নং: ৮৭২
সালাম-মুসাফাহার আদব
পরিচ্ছেদ:১০ অনুমতি গ্রহণ ও তার নিয়ম-নীতি
বিনাসালামে প্রবেশকারীকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রবেশের আদব শিক্ষা দিলেন
হাদীছ নং: ৮৭২
হযরত কালাদা ইবন হাম্বল রাযি. বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম এবং সালাম না দিয়েই তাঁর কাছে প্রবেশ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিরে যাও, তারপর বলো- 'আসসালামু আলাইকুম, প্রবেশ করব?'।
-আবু দাউদ ও তিরমিযী
(সুনানে আবু দাউদ: ৫১৭৬; জামে তিরমিযী: ২৭১০; বুখারী, আল আদাবুল মুফরাদ: ১০৮১। নাসাঈ, আস সুনানুল কুবরা : ৬৭০২; বায়হাকী, আস সুনানুল কুবরা: ১৭৬৬৬; শু'আবুল ঈমান : ৮৪২৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩২০; তহাবী, শারহু মুশকিলিল আছার: ১৫৮৩; তাবারানী, আল মু'জামুল কাবীর: ৪২১)
হাদীছ নং: ৮৭২
হযরত কালাদা ইবন হাম্বল রাযি. বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম এবং সালাম না দিয়েই তাঁর কাছে প্রবেশ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিরে যাও, তারপর বলো- 'আসসালামু আলাইকুম, প্রবেশ করব?'।
-আবু দাউদ ও তিরমিযী
(সুনানে আবু দাউদ: ৫১৭৬; জামে তিরমিযী: ২৭১০; বুখারী, আল আদাবুল মুফরাদ: ১০৮১। নাসাঈ, আস সুনানুল কুবরা : ৬৭০২; বায়হাকী, আস সুনানুল কুবরা: ১৭৬৬৬; শু'আবুল ঈমান : ৮৪২৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩২০; তহাবী, শারহু মুশকিলিল আছার: ১৫৮৩; তাবারানী, আল মু'জামুল কাবীর: ৪২১)
كتاب السلام
باب الاستئذان وآدابه
872 - عن كِلْدَةَ بن الحَنْبل - رضي الله عنه - قَالَ: أتَيْتُ النبيَّ - صلى الله عليه وسلم - فَدَخَلْتُ عَلَيْهِ وَلَمْ أُسَلِّمْ، فَقَالَ النَّبيُّ - صلى الله عليه وسلم: «ارْجِعْ فَقُلْ: السَّلاَمُ عَلَيْكُمْ، أَأَدْخُل؟». رواه أَبُو داود والترمذي، (1) وقال: «حديث حسن».
হাদীসের ব্যাখ্যা:
এখানে হাদীছটি সংক্ষেপে আনা হয়েছে। বিস্তারিত বর্ণনায় আছে, মক্কাবিজয়কালে একদিন সাফওয়ান ইবন উমায়্যা রাযি. তাঁকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠান। হাদিয়া হিসেবে সঙ্গে কিছু দুধ, একটি হরিণশাবক ও কিছু কাকড়ি (শসা জাতীয় সবজি) দিয়ে দেন। কালাদা রাযি. সেগুলো নিয়ে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হন। তিনি তখন নিজ তাঁবুতে অবস্থান করছিলেন। হযরত কালাদা রাযি. সালাম না দিয়েই ভেতরে ঢুকে পড়েন। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, ফিরে যাও, তারপর বলো- 'আসসালামু আলাইকুম, প্রবেশ করব?'।
হযরত কালাদা রাযি. তখন সদ্য ঈমান আনয়নকারী একজন মুসলিম। ইসলামের আদব-কায়দা কিছুই জানা নেই। কারও ঘরে প্রবেশের নিয়ম-কানুন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তাঁর জানা নেই যে, কারও ঘরে ঢুকতে হলে সালাম দিয়ে অনুমতি নিতে হয়। ফলে তিনি বিনা অনুমতিতেই ঢুকে পড়েছিলেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না। বরং তাকে প্রত্যক্ষভাবে শিখিয়ে দিলেন কারও ঘরে প্রবেশের আগে কীভাবে অনুমতি চাইতে হয়। বললেন, বের হও, তারপর প্রথমে সালাম দাও, তারপর বলো 'প্রবেশ করতে পারি?'।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. কারও ঘরে প্রবেশ করতে হলে সালাম দেওয়ার মাধ্যমে অনুমতি গ্রহণ করতে হবে।
খ. কারও দ্বারা ইসলামী আদব-কায়দা পালনে ভুল হয়ে গেলে তাকে তা শিখিয়ে দেওয়া চাই।
হযরত কালাদা রাযি. তখন সদ্য ঈমান আনয়নকারী একজন মুসলিম। ইসলামের আদব-কায়দা কিছুই জানা নেই। কারও ঘরে প্রবেশের নিয়ম-কানুন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তাঁর জানা নেই যে, কারও ঘরে ঢুকতে হলে সালাম দিয়ে অনুমতি নিতে হয়। ফলে তিনি বিনা অনুমতিতেই ঢুকে পড়েছিলেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না। বরং তাকে প্রত্যক্ষভাবে শিখিয়ে দিলেন কারও ঘরে প্রবেশের আগে কীভাবে অনুমতি চাইতে হয়। বললেন, বের হও, তারপর প্রথমে সালাম দাও, তারপর বলো 'প্রবেশ করতে পারি?'।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. কারও ঘরে প্রবেশ করতে হলে সালাম দেওয়ার মাধ্যমে অনুমতি গ্রহণ করতে হবে।
খ. কারও দ্বারা ইসলামী আদব-কায়দা পালনে ভুল হয়ে গেলে তাকে তা শিখিয়ে দেওয়া চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)