আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৩৩৮
৩৩৬৪. কবুল হবার দৃঢ় বিশ্বাসের সাথে দুআ করবে। কারণ, কবুল করতে আল্লাহকে বাধাদানকারী কেউ নেই।
৫৮৯৯। মুসাদ্দাদ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ দুআ করলে দুআর সময় ইয়াকীনের সাথে দুআ করবে এবং একথা বলবে না, ইয়া আল্লাহ! আপনার ইচ্ছা হলে আমাকে কিছু দান করুন। কারণ, আল্লাহকে বাধ্য করার মত কেউ নেই।
