আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৬- দুআ - যিকরের অধ্যায়

হাদীস নং: ৫৮৯৮
আন্তর্জাতিক নং: ৬৩৩৭
৩৩৬৩. দুআর মধ্যে ছন্দযুক্ত শব্দ ব্যবহার করা মাকরূহ।
৫৮৯৮। ইয়াহয়া ইবনে মুহাম্মাদ ইবনে সাকান (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি (ইকরিমা রাহঃ কে) বলেন যে, তুমি প্রতি জুমআয় লোকদের হাদীস শোনাবে। যদি এতে তুমি ক্লান্ত না হও, তবে সপ্তাহে দু'বার। আরও অধিক করতে চাও, তবে তিনবার। এরচেয়ে অধিক ওয়ায করে এ কুরআনের প্রতি মানুষের মনে বিরক্তির সৃষ্টি করো না। লোকেরা তাদের কথাবার্তায় মশগুল থাকা অবস্থায় তুমি তাদের কাছে এসে তাদের উপদেশ দেবে, আমি যেন এমন অবস্থায় তোমাকে না পাই। কারণ, এতে তাদের কথায় বিঘ্নতার সৃষ্টি হবে এবং তারা বিরক্তবোধ করবে। বরং তুমি এ সময় নীরব থাকবে। যদি তারা আগ্রহ করে তোমাকে উপদেশ দিতে বলে, তাহলে তুমি তাদের উপদেশ দেবে। আর তুমি দুআর মধ্যে ছন্দবাক্য পরিহার করবে। কারণ আমি রাসূলুল্লাহ (ﷺ) ও তার সাহাবীগণকে তা পরিহার করতেই দেখেছি।
باب مَا يُكْرَهُ مِنَ السَّجْعِ فِي الدُّعَاءِ
6337 - حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ، حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلاَلٍ أَبُو حَبِيبٍ، حَدَّثَنَا هَارُونُ المُقْرِئُ، حَدَّثَنَا الزُّبَيْرُ بْنُ الخِرِّيتِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «حَدِّثِ النَّاسَ كُلَّ جُمُعَةٍ مَرَّةً، فَإِنْ أَبَيْتَ فَمَرَّتَيْنِ، فَإِنْ أَكْثَرْتَ فَثَلاَثَ مِرَارٍ، وَلاَ تُمِلَّ النَّاسَ هَذَا القُرْآنَ، وَلاَ أُلْفِيَنَّكَ تَأْتِي القَوْمَ وَهُمْ فِي حَدِيثٍ مِنْ حَدِيثِهِمْ، فَتَقُصُّ عَلَيْهِمْ، فَتَقْطَعُ عَلَيْهِمْ حَدِيثَهُمْ فَتُمِلُّهُمْ، وَلَكِنْ أَنْصِتْ، فَإِذَا أَمَرُوكَ فَحَدِّثْهُمْ وَهُمْ يَشْتَهُونَهُ، فَانْظُرِ السَّجْعَ مِنَ الدُّعَاءِ فَاجْتَنِبْهُ» ، فَإِنِّي عَهِدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ لَا يَفْعَلُونَ إِلَّا ذَلِكَ يَعْنِي لاَ يَفْعَلُونَ إِلَّا ذَلِكَ الِاجْتِنَابَ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)