রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ
৩. আহার-পানীয় গ্রহণের আদব
হাদীস নং: ৭৭৪
পরিচ্ছেদ : ১৭ সোনা-রুপার পাত্র ছাড়া সর্বপ্রকার পবিত্র পাত্রে পান করার বৈধতা, পাত্র বা হাত ছাড়া নদী বা অন্য কোনও জলাশয় থেকে সরাসরি মুখ দিয়ে পানি পান করার বৈধতা এবং পানাহার করা, পবিত্রতা অর্জন করা ও যে-কোনওরকম কাজে সোনা-রুপার পাত্র ব্যবহার করার নিষিদ্ধতা
হাদীছ নং: ৭৭৪
হযরত আব্দুল্লাহ ইবন যায়দ রাযি. বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। আমরা তাঁর জন্য পিতলের একটি পাত্রে করে পানি নিয়ে আসলাম। তিনি ওযু করলেন। -বুখারী
(সহীহ বুখারী: ১৯৭; সুনানে আবু দাউদ: ১০০; সুনানে ইবন মাজাহ: ৪৭০; মুসান্নাফে ইবন আবী শায়বা : ৪০০; হাকিম, আল মুস্তাদরাক: ৬০০; বায়হাকী, আস সুনানুল কুবরা : ১২০; বাগাবী, শারহুস সুন্নাহ : ৩০৬)
হযরত আব্দুল্লাহ ইবন যায়দ রাযি. বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। আমরা তাঁর জন্য পিতলের একটি পাত্রে করে পানি নিয়ে আসলাম। তিনি ওযু করলেন। -বুখারী
(সহীহ বুখারী: ১৯৭; সুনানে আবু দাউদ: ১০০; সুনানে ইবন মাজাহ: ৪৭০; মুসান্নাফে ইবন আবী শায়বা : ৪০০; হাকিম, আল মুস্তাদরাক: ৬০০; বায়হাকী, আস সুনানুল কুবরা : ১২০; বাগাবী, শারহুস সুন্নাহ : ৩০৬)
باب جواز الشرب من جميع الأواني الطاهرة غير الذهب والفضة وجواز الكرع - وَهُوَ الشرب بالفم من النهر وغيره بغير إناء ولا يد - وتحريم استعمال إناء الذهب والفضة في الشرب والأكل والطهارة وسائر وجوه الاستعمال
774 - وعن عبد الله بن زيد - رضي الله عنه - قَالَ: أتَانَا النبيُّ - صلى الله عليه وسلم - فَأَخْرَجْنَا لَهُ مَاءً في تَوْرٍ مِنْ صُفْر فَتَوَضَّأَ. رواه البخاري. (1)
«الصُّفْر»: بضم الصاد، ويجوز كسرها، وَهُوَ النُّحاس، و «التَّوْر»: كالقدح، وَهُوَ بالتاء المثناة من فوق.
«الصُّفْر»: بضم الصاد، ويجوز كسرها، وَهُوَ النُّحاس، و «التَّوْر»: كالقدح، وَهُوَ بالتاء المثناة من فوق.
হাদীসের ব্যাখ্যা:
হযরত আব্দুল্লাহ ইবন যায়দ রাযি. জানাচ্ছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে গিয়েছিলেন। তিনি সেখানে একটি পিতলের পাত্রে ওযূও করেছিলেন। এটা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় এবং সাহাবীদের প্রতি ভালোবাসার নিদর্শন। তিনি সাধারণ-বিশিষ্ট নির্বিশেষে যে-কোনও সাহাবীর বাড়িতে যেতেন। সেখানে খাওয়া-দাওয়া করতেন, বিশ্রাম নিতেন ও নামায পড়তেন। এটা একটা শিক্ষা। বড় বলে ছোটকে হেলা করতে নেই। সাধারণ ব্যক্তিরও দাওয়াত কবুল করতে কুণ্ঠাবোধ করতে নেই। বরং বড় ও নেতৃপর্যায়ের ব্যক্তির নিজেরই আমসাধারণের খোঁজখবর নেওয়ার জন্য বাড়িতে বাড়িতে হাজির হওয়া উচিত। এতে করে পরস্পরের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি জন্ম নেয়। আল্লাহ তা'আলার কাছে নিঃস্বার্থ ভালোবাসার অনেক মর্যাদা।
হাদীছটি দ্বারা প্রমাণিত হয় যে, পিতলের পাত্র ব্যবহার করা জায়েয।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. সাধারণ-বিশিষ্ট নির্বিশেষে কোনও ভক্ত-অনুরক্তের বাড়িতে যেতে কুণ্ঠাবোধ করতে নেই।
খ. ওযূসহ যে-কোনও প্রয়োজনে পিতলের পাত্র ব্যবহার করা যাবে।
হাদীছটি দ্বারা প্রমাণিত হয় যে, পিতলের পাত্র ব্যবহার করা জায়েয।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. সাধারণ-বিশিষ্ট নির্বিশেষে কোনও ভক্ত-অনুরক্তের বাড়িতে যেতে কুণ্ঠাবোধ করতে নেই।
খ. ওযূসহ যে-কোনও প্রয়োজনে পিতলের পাত্র ব্যবহার করা যাবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
