রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ
৩. আহার-পানীয় গ্রহণের আদব
হাদীস নং: ৭৫৯
পরিচ্ছেদ : ১২ পানি পান করার আদব, পাত্রের বাইরে তিনবার নিঃশ্বাস ফেলা (মুস্তাহাব), পাত্রের ভেতর নিঃশ্বাস ফেলা (মাকরূহ), পর্যায়ক্রমে নিজের ডানদিকে পাত্র হাতবদল করতে থাকা (মুস্তাহাব)
হাদীছ নং: ৭৫৯
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু দুধ আনা হল। তাতে পানি মেশানো ছিল। তাঁর ডানদিকে ছিল এক বেদুঈন। বামদিকে হযরত আবূ বকর সিদ্দীক। তিনি প্রথমে সে দুধ নিজে পান করলেন। তারপর বেদুঈনকে দিলেন এবং বললেন, ডানদিকের জনকে অগ্রাধিকার দেওয়া হবে, তারপর যে ব্যক্তি তার ডানে।-বুখারী ও মুসলিম
(সহীহ বুখারী: ৫৬১২; সহীহ মুসলিম: ২০২৯; জামে তিরমিযী: ১৮৯৩)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু দুধ আনা হল। তাতে পানি মেশানো ছিল। তাঁর ডানদিকে ছিল এক বেদুঈন। বামদিকে হযরত আবূ বকর সিদ্দীক। তিনি প্রথমে সে দুধ নিজে পান করলেন। তারপর বেদুঈনকে দিলেন এবং বললেন, ডানদিকের জনকে অগ্রাধিকার দেওয়া হবে, তারপর যে ব্যক্তি তার ডানে।-বুখারী ও মুসলিম
(সহীহ বুখারী: ৫৬১২; সহীহ মুসলিম: ২০২৯; জামে তিরমিযী: ১৮৯৩)
باب أدب الشرب واستحباب التنفس ثلاثًا خارج الإناء وكراهة التَّنَفُّس في الإناء واستحباب إدارة الإناء عَلَى الأيمن فالأيمن بعد المبتدئ
759 - وعن أنس - رضي الله عنه: أنَّ رسول الله - صلى الله عليه وسلم - أُتِيَ بِلَبَنٍ قَدْ شِيبَ بماءٍ، وَعَنْ يَمِينهِ أعْرَابيٌّ، وَعَنْ يَسَارِهِ أَبُو بَكْر - رضي الله عنه - فَشَرِبَ، ثُمَّ أعْطَى الأعْرابيَّ، وقال: «الأيْمَنَ فالأيْمَنَ» متفق عَلَيْهِ. (1)
قَوْله: «شِيب» أيْ: خُلِطَ.
قَوْله: «شِيب» أيْ: خُلِطَ.
হাদীসের ব্যাখ্যা:
হযরত আনাস ইবন মালিক রাযি. থেকে বর্ণিত হাদীছটিতে দেখা যাচ্ছে, সর্বপ্রথম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধপান করেছেন। তিনি ছিলেন মজলিসের সর্বাপেক্ষা সম্মানী ব্যক্তি। তাই শুরুটা তাঁর থেকেই হওয়ার কথা। তারপর তিনি তাঁর ডান পাশে যে ছিল তাকে পান করতে দিয়েছেন। ডান পাশে ছিল এক বেদুঈন। বাম পাশে হযরত আবু বকর সিদ্দীক রাযি.। মর্যাদায় হযরত আবু বকর সিদ্দীক রাযি. শ্রেষ্ঠ হলেও তিনি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বামদিকে ছিলেন, তাই বেদুঈনের উপর তাঁকে অগ্রাধিকার দেওয়া হয়নি। অগ্রাধিকার দেওয়া হয়েছে ডান দিকের জনকে। যদিও সে একজন বেদুঈন এবং মর্যাদায় হযরত আবু বকর সিদ্দীক রাযি. অপেক্ষা অনেক নিচে।
নিয়ম হচ্ছে, মজলিসে যিনি সর্বাপেক্ষা সম্মানী, শুরুটা তার থেকেই হবে। তারপর পর্যায়ক্রমে তার ডানদিক থেকে বিতরণ হতে থাকবে। বামদিকের লোকদের তুলনায় তাদের অধিকার বেশি, যদিও গুরুত্ব ও মর্যাদায় বামদিকের লোকদের তুলনায় ডানদিকের লোকেরা সাধারণ পর্যায়ের হয়। এ ঘটনায় ডানদিকে ছিলেন একজন বেদুইন। অন্যদিকে বামদিকে ছিলেন হযরত আবূ বকর সিদ্দীক রাযি.-এর মতো একজন বয়স্ক ও গণ্যমান্য ব্যক্তি।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. খাবার, পানীয় বা অন্য যে-কোনও বস্তু বিতরণকালে মজলিসের সর্বাপেক্ষা সম্মানী ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে।
খ. তারপর পর্যায়ক্রমে তার ডানদিক থেকে বিতরণ হতে থাকবে।
নিয়ম হচ্ছে, মজলিসে যিনি সর্বাপেক্ষা সম্মানী, শুরুটা তার থেকেই হবে। তারপর পর্যায়ক্রমে তার ডানদিক থেকে বিতরণ হতে থাকবে। বামদিকের লোকদের তুলনায় তাদের অধিকার বেশি, যদিও গুরুত্ব ও মর্যাদায় বামদিকের লোকদের তুলনায় ডানদিকের লোকেরা সাধারণ পর্যায়ের হয়। এ ঘটনায় ডানদিকে ছিলেন একজন বেদুইন। অন্যদিকে বামদিকে ছিলেন হযরত আবূ বকর সিদ্দীক রাযি.-এর মতো একজন বয়স্ক ও গণ্যমান্য ব্যক্তি।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. খাবার, পানীয় বা অন্য যে-কোনও বস্তু বিতরণকালে মজলিসের সর্বাপেক্ষা সম্মানী ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে।
খ. তারপর পর্যায়ক্রমে তার ডানদিক থেকে বিতরণ হতে থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
