রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ

২. বিবিধ আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৭২২
বিবিধ আদব - শিষ্টাচারের অধ্যায়
১৬ মর্যাদাপূর্ণ সকল কাজে ডান দিককে প্রাধান্য দেওয়া
মায়্যিতের গোসল ডানদিক থেকে শুরু করা
হাদীছ নং: ৭২২

হযরত উম্মু আতিয়্যাহ রাযি. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কন্যা যায়নাবকে গোসল দেওয়ার সময় তাদেরকে বলেছিলেন, তোমরা তার ডানদিক থেকে এবং ওযুর অঙ্গসমূহ থেকে গোসল দেওয়া শুরু করো। -বুখারী ও মুসলিম
(সহীহ বুখারী: ১৬৭; সহীহ মুসলিম: ৯৩৯; সুনানে আবু দাউদ: ৫৩১৪; সুনানে নাসাঈ: ১৮৮৪; মুসান্নাফে ইবন আবী শায়বা: ১০৮৯১; সহীহ ইবনে হিব্বান: ৩০৩২; বায়হাকী, আস সুনানুল কুবরা: ৬৬২৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৪৭৩)
كتاب الأدب
باب استحباب تقديم اليمين في كل مَا هو من باب التكريم
722 - وعن أم عطية رضي الله عنها: أنَّ النَّبيَّ - صلى الله عليه وسلم - قَالَ لهن في غَسْلِ ابْنَتِهِ زَيْنَبَ رضي الله عنها: «ابْدَأنَ بِمَيَامِنِهَا، وَمَوَاضِعِ الوُضُوءِ مِنْهَا». متفقٌ عَلَيْهِ. (1)

হাদীসের ব্যাখ্যা:

হযরত উম্মু আতিয়্যাহ রাযি. জানান যে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত যায়নাব রাযি.-এর ইন্তিকাল হলে তিনি তাঁর গোসল দেওয়ার কাজ করেছিলেন। কোনও কোনও বর্ণনায় যায়নাব রাযি.-এর পরিবর্তে হযরত উম্মু কুলছুম রাযি.-এর নাম বলা হয়েছে। এ কাজে হযরত উম্মু আতিয়্যাহ রাযি.-এর সঙ্গে আরও কয়েকজন মহিলা শরীক ছিলেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হুকুম দিয়েছিলেন যেন গোসল দেওয়ানোর কাজ মায়্যিতের ডানদিক থেকে শুরু করা হয় এবং প্রথমে ওযুর অঙ্গগুলো ধোওয়ানো হয়। এছাড়া মায়্যিতের গোসলের পানিতে বরইপাতা ব্যবহার করা, গোসলে মায়্যিতের শরীর তিনবার থেকে সাতবার পর্যন্ত ধোওয়ার কথাও তাঁর থেকে বর্ণিত আছে।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. মায়্যিতকে গোসল দেওয়ানোর কাজটিও ডানদিক থেকে শুরু করা সুন্নত।

খ. ওযুর অঙ্গসমূহ অন্যান্য অঙ্গের তুলনায় বিশেষ মর্যাদা রাখে, যে কারণে গোসলে এ অঙ্গগুলো আগে ধুইতে বলা হয়েছে। এটাও সুন্নত।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)