আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৩২৩
৩৩৫৯. ভোর হলে কি দুআ পড়বে।
৫৮৮৪। মুসাদ্দাদ (রাহঃ) ......... শাদ্দাদ ইবনে আওস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেনঃ সাইয়্যিদুল ইস্তিগফার হলঃ ‘ইয়া আল্লাহ! আপনিই আমার পালনকর্তা। আপনি ছাড়া আর কোন মা’বুদ নেই। আপনিই আমাকে সৃষ্টি করেছেন, আর আমি আপনারই গোলাম। আর আমি আমার সাধ্যানুযায়ী আপনার সঙ্গে কৃত প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর সুদৃঢ়ভাবে কায়েম আছি। আমি আমার প্রতি আপনার নিআমত স্বীকার করছি এবং কৃতগুনাহসমূহও স্বীকার করছি। সুতরাং আমাকে ক্ষমা করে দিন। কারণ আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই। আমি আমার কৃতগুনাহের মন্দ পরিণাম থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি। যে ব্যক্তি সন্ধ্যা বেলায় এ দুআ পড়বে আর ঘটনাক্রমে এ রাতেই যদি সে মারা যায়, তবে সে জান্নাতে প্রবেশ করবে। রাবী বলেন, অথবা তিনি বলেছেনঃ সে হবে জান্নাতী। আর যে ব্যক্তি সকালে এ দুআ পড়বে, আর এ দিনই যদি সে মারা যায়, সেও অনুরূপ জান্নাতী হবে।


বর্ণনাকারী: