আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৫- অনুমতি গ্রহণ - প্রদান সংক্রান্ত
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬২৯৩
৩৩৩৯. ঘুমানোর সময় ঘরে আগুন রাখবে না।
৫৮৫৬। আবু নুয়াঈম (রাহঃ) ......... সালিম (রাহঃ) তার পিতা থেকে, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেনঃ যখন তোমরা ঘুমাবে, তখন তোমাদের ঘরগুলোতে আগুন রেখে ঘুমাবে না।
