রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ

ভূমিকা অধ্যায়

হাদীস নং: ৩৬২
নেককার লোকদের সঙ্গে সাক্ষাত করা, তাদের মজলিসে বসা, তাদের সাহচর্য গ্রহণ করা, তাদেরকে ভালোবাসা, তাদের সাক্ষাত প্রার্থনা করা, তাদের কাছে দু'আ চাওয়া এবং মর্যাদাপূর্ণ স্থানসমূহের যিয়ারত করা।
রোগী দেখতে যাওয়া ও মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাত করতে যাওয়ার বিনিময়ে জান্নাতের ঠিকানা
হাদীছ নং : ৩৬২

হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনও রোগী দেখতে যায় বা তার ভাইয়ের সঙ্গে সাক্ষাত করতে যায়, এক ঘোষক তাকে ডেকে বলে, তুমি আনন্দিত হও, তোমার চলা কল্যাণকর হোক এবং তুমি জান্নাতে ঠিকানা লাভ কর– তিরমিযী।
জামে তিরমিযী, হাদীছ নং ২০০৮; মুসনাদে আহমাদ, হাদীছ নং ৮৫৩৬; সুনানে ইবনে মাজাহ, হাদীছ নং ১৪৪৩; আল্‌-আদাবুল মুফরাদ, হাদীছ নং ৩৪৫; সহীহ ইবনে হিব্বান, হাদীছ নং ২৯১৬১; বায়হাকী, শুআবুল ঈমান, হাদীছ নং ৮৬১০; বাগাবী, শারহুস সুন্নাহ, হাদীছ নং ৩৪৭২
45 - باب زيارة أهل الخير ومجالستهم وصحبتهم ومحبتهم وطلب زيارتهم والدعاء منهم وزيارة المواضع الفاضلة
362 - وعنه، قَالَ: قَالَ رَسُول الله - صلى الله عليه وسلم: «مَنْ عَادَ مَرِيضًا أَوْ زَارَ أَخًا لَهُ في الله، نَادَاهُ مُنَادٍ: بِأَنْ طِبْتَ، وَطَابَ مَمْشَاكَ، وَتَبَوَّأْتَ مِنَ الجَنَّةِ مَنْزِلًا». رواه الترمذي، (1) وَقالَ: «حديث حسن»، وفي بعض النسخ: «غريب».

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছে রোগী দেখতে যাওয়া ও মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাত করতে যাওয়ার ফযীলত বর্ণিত হয়েছে। যাত্রাকালে একজন ঘোষক অর্থাৎ একজন ফিরিশতা তাকে ডেকে বলে- طِبْتَ (তুমি আনন্দিত হও)। অর্থাৎ তোমার এ গমনের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে যে বিরাট পুরস্কার বরাদ্দ আছে, সেজন্য তুমি খুশি হও। অথবা এর অর্থ, তুমি পবিত্র হয়ে গেলে। এটা পাপের মলিনতা থেকে পবিত্রতা। রোগী দেখতে গেলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেন। অনুরূপ মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলেও।

ফিরিশতা আরও বলে- وَطَابٌ مَمْشَاكَ (তোমার চলা কল্যাণকর হোক)। অর্থাৎ এ চলার কারণে আল্লাহর কাছে তোমার যে পুরস্কার বরাদ্দ আছে কিংবা এর দ্বারা তোমার যে গুনাহ মাফ হবে তা তোমার পক্ষে এক বিরাট কল্যাণ। সে কল্যাণ তোমার লাভ হোক।

ফিরিশতা সবশেষে সুসংবাদ দেয়- وَتَبَوَّأْتَ مِنَ الْجَنَّةِ مَنْزِلًا (এবং তুমি জান্নাতে ঠিকানা লাভ কর)। অর্থাৎ এ যাত্রার বিনিময়ে জান্নাতে আল্লাহ তাআলা তোমার জন্য একটি ঠিকানা, একটি নিবাস স্থির করে রেখেছেন। আল্লাহর কাছে আমরা দুআ করি তুমি যেন তোমার সে ঠিকানায় পৌঁছতে পার। আল্লাহু আকবার! কত সহজ কাজের কত বড় পুরস্কার! দয়াময় মহান আল্লাহ বান্দার ছোট ছোট কাজের বিনিময়েও এভাবে বড় বড় পুরস্কার দিয়ে থাকেন।

রোগী দেখতে যাওয়া ও মুসলিম ভাইয়ের সাক্ষাতে গমন সম্পর্কেই অপর এক হাদীছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

مَنْ زَارَ أَخَاهُ الْمُؤْمِنَ خَاضَ فِي رِيَاضِ الجَنَّةِ حَتّى يَرْجِعَ، وَمَنْ عَادَ أَخَاهُ الْمُؤْمِ خاض فِي رِبَاضِ الْجَنَّةِ حَتَّى يَرْجِعَ

‘যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাত করে, সে ফিরে না আসা পর্যন্ত জান্নাতের বাগানে বিচরণ করতে থাকে। যে ব্যক্তি তার অসুস্থ মুমিন ভাইকে দেখতে যায়, সে ফিরে না আসা পর্যন্ত জান্নাতের বাগানে বিচরণ করতে থাকে।২৩৬

প্রকাশ থাকে যে, নেককার লোকদের জন্য ফিরিশতাদের দুআ করার কথা কুরআন মাজীদের বিভিন্ন আয়াতেও বর্ণিত আছে।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে অবশ্যই দেখতে যাওয়া চাই।

খ. আল্লাহ তাআলার মহব্বতে কোনও মুমিন ভাইয়ের সঙ্গে সাক্ষাত করতে যাওয়া একটি বড় নেক আমল।

গ. ফিরিশতাগণ নেককার মানুষের জন্য দুআ করে থাকে। তাদের দুআলাভের আকাঙ্ক্ষা থাকা চাই ।

ঘ. ভালো কাজের বিনিময়ে জান্নাতে পুরস্কার বরাদ্দ আছে। ভালো কাজ সে নিয়তেই করা উচিত, দুনিয়ার উদ্দেশ্যে নয়।

২৩৬. তাবারানী, আল মু'জামুল কাবীর, হাদীছ নং ৭৩৮৯
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান