রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ

ভূমিকা অধ্যায়

হাদীস নং: ৩৫০
উলামায়ে কিরাম, প্রবীণ ব্যক্তিবর্গ ও সম্মানীত ব্যক্তিবর্গের প্রতি সম্মান প্রদর্শন, অন্যদের উপর তাদের অগ্রাধিকার প্রদান, তাদেরকে উচ্চস্থানে বসানো ও তাদের মরতবা প্রকাশ করা
মসজিদে বিশৃঙ্খলা ও হট্টগোল না করা
হাদীছ নং : ৩৫০

হযরত আব্দুল্লাহ ইবন মাসঊদ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান তারা যেন আমার কাছাকাছি দাঁড়ায়। তারপর যারা তাদের কাছাকাছি তারা - এ কথাটি তিনি তিনবার বলেন। আর সাবধান, (মসজিদে) বাজারের মত বিশৃঙ্খলা ও হট্টগোল করা হতে বিরত থেকো -মুসলিম।
সহীহ মুসলিম, হাদীছ নং ৪৩২; জামে তিরমিযী, হাদীছ নং ২২৮; সুনানে আবূ দাউদ, হাদীছ নং ৬৭৫; সহীহ ইবনে খুজায়মা, হাদীছ নং ১৫৭২; সহীহ ইবনে হিব্বান, হাদীছ নং ২১৮০; তবারানী, আল-মু'জামুল কাবীর, হাদীছ নং ১০০৪১; বায়হাকী, আসসুনানুল কুবরা, হাদীছ নং ৫১৬১; শারহুস সুন্নাহ, হাদীছ নং ৮২১
44 - باب توقير العلماء والكبار وأهل الفضل وتقديمهم عَلَى غيرهم ورفع مجالسهم وإظهار مرتبتهم
350 - وعن عبد الله بن مسعود - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُول الله - صلى الله عليه وسلم: «لِيَلِني مِنْكُمْ أُولُوا الأحْلام وَالنُّهَى، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ» ثَلاثًا «وَإيَّاكُمْ وَهَيْشَاتِ (1) الأسْوَاق». رواه مسلم. (2)

হাদীসের ব্যাখ্যা:

هَيْشَاتِ শব্দটি هَيْشَة এর বহুবচন। এর অর্থ ছত্রভঙ্গ অবস্থা, হট্টগোল, উচ্চ আওয়াজ, তর্ক-বিতর্ক। এ হাদীছে প্রথমত প্রাপ্তবয়স্ক ও জ্ঞান-বুদ্ধিসম্পন্নদেরকে নামাযের প্রথম কাতারে দাঁড়াতে বলা হয়েছে। আগের হাদীছে এর ব্যাখ্যা চলে গেছে। দ্বিতীয়ত মসজিদে বাজারের মত অবস্থা সৃষ্টি করতে নিষেধ করা হয়েছে। বাজারে আসা লোকজনের মধ্যে কোনও শৃঙ্খলা থাকে না। আপন আপন প্রয়োজন অনুযায়ী যার যেখানে সুবিধা সে সেখানে থাকে। বড়-ছোট, নবীন-প্রবীণ, আলেম-বেআলেম প্রভৃতির কোনও ভেদাভেদ বাজারে থাকে না। তা থাকা সম্ভবও নয়। এমনিভাবে বাজারে মানুষের কথাবার্তার আওয়াজেরও কোনও মাত্রা থাকে না। সকলেই কথা বলে এবং যাকে উদ্দেশ্য করে বলে সে যাতে শুনতে পায় সেজন্য উচ্চ আওয়াজে বলে। ফলে সমগ্র বাজারে হইচই, হট্টগোল লেগে থাকে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এরূপ করতে নিষেধ করেছেন। মসজিদে যতক্ষণ থাকবে সুশৃঙ্খলভাবে থাকবে। অহেতুক কথা বলবে না। যা বলার প্রয়োজন হবে, সংযত আওয়াজে বলবে।
যখন নামাযে দাঁড়াবে, কাতার সোজা করে দাঁড়াবে। কাতারবন্দী হওয়ার ক্ষেত্রে বয়স ও জ্ঞানবুদ্ধির পর্যায়ক্রম রক্ষা করবে। ইমাম কিরাআত পড়বে, বাকিরা নীরব থাকবে ও মনোযোগ সহকারে শুনবে।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. মসজিদে অবস্থানকালে মসজিদের পূর্ণ আদব রক্ষা করা চাই।

খ. কাতার সোজা করার বিষয়টি ছাড়াও মসজিদে অবস্থানকালে শৃঙ্খলা রক্ষায় যত্নবান থাকা বাঞ্ছনীয় ।

গ. মসজিদকে শোরগোলের স্থানে পরিণত করা উচিত নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
রিয়াযুস সালিহীন - হাদীস নং ৩৫০ | মুসলিম বাংলা