রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ

ভূমিকা অধ্যায়

হাদীস নং: ৩১১
প্রতিবেশীর হক এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার উপদেশ
কে উত্তম সঙ্গী এবং কে উত্তম প্রতিবেশী
হাদীছ নং : ৩১১

হযরত আব্দুল্লাহ ইবন আমর রাযি. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাথী-সঙ্গীদের মধ্যে আল্লাহ তা'আলার কাছে উত্তন সেই ব্যক্তি যে তার বন্ধুর জন্য উত্তম। প্রতিবেশীদের মধ্যে আল্লাহ তা'আলার কাছে উত্তম সেই ব্যক্তি যে তার প্রতিবেশীর জন্য উত্তম -তিরমিযী।
(জামে তিরমিযী, হাদীছ নং ১৯৪৪; মুসনাদে আহমাদ, হাদীছ নং ৬৫৬৬; সহীহ ইবন হিব্বান, হাদীছ নং ৫১৮; সহীহ ইবন খুযাইমা, হাদীছ নং ২৫৩৯; তহাবী, শারহু মুশকিলিল আছার, হাদীছ নং ২৮০০; তাবারানী, আল-মুজামুল কাবীর, হাদীছ নং ৪১; বায়হাকী, শুআবুল ঈমান, হাদীছ নং ৯০৯৪; বাগাবী, শারহুস সুন্নাহ, হাদীছ নং ৩৪৮৯;)
39 - باب حق الجار والوصية بِهِ
311 - وعن عبدِ الله بن عمر رضي الله عنهما، قَالَ: قَالَ رَسُول الله - صلى الله عليه وسلم: «خَيْرُ الأَصْحَابِ عِنْدَ الله تَعَالَى خَيْرُهُمْ لِصَاحِبِهِ، وَخَيرُ الجِيرَانِ عِنْدَ الله تَعَالَى خَيْرُهُمْ لِجَارِهِ». رواه الترمذي، (1) وَقالَ: «حديث حسن».

হাদীসের ব্যাখ্যা:

الاصحاب শব্দটি صاحب (সঙ্গী) এর বহুবচন। দীন ও দুনিয়াবী কাজকর্ম এবং সফরকালে বা বাড়িতে থাকা অবস্থায় যাদের সাহচর্য অবলম্বন করা হয় বা যাদের সঙ্গে মেলামেশা করা হয় তাদের জন্য শব্দটি ব্যবহৃত হয়। সে হিসেবে সঙ্গী মর্যাদায়- উপরে, নিচে, সমকক্ষ সবরকমই হতে পারে। এমনিভাবে বয়সেও বড়, ছোট বা সমান হতে পারে। তা যাই হোক না কেন, সঙ্গী হিসেবে আল্লাহ তাআলার কাছে মর্যাদা ও ছাওয়াবের দিক থেকে উৎকৃষ্ট সেই ব্যক্তি, যার দ্বারা অন্য সঙ্গীগণ বেশি উপকার লাভ করে থাকে।

একই কথা প্রতিবেশীদের জন্যও প্রযোজ্য। যে প্রতিবেশী দ্বারা অন্য প্রতিবেশীরা বেশি উপকৃত হয়, আল্লাহ তাআলার কাছে প্রতিবেশী হিসেবে তার মর্যাদা ও ছাওয়াবই অন্যদের তুলনায় বেশি।

এর দ্বারা বোঝা যায় সঙ্গী ও প্রতিবেশী হিসেবে সেই ব্যক্তি তুলনামূলক মন্দ হবে, যার দ্বারা অন্য সঙ্গী ও অন্য প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয়। যার দ্বারা যতবেশি ক্ষতিগ্রস্ত হবে সে ততই মন্দ সঙ্গী ও মন্দ প্রতিবেশী বলে গণ্য হবে।

এর দ্বারা আরও বোঝা যায় প্রত্যেক ব্যক্তির জন্য এই ভালো ও মন্দ হওয়াটা আপেক্ষিক। অর্থাৎ এক ব্যক্তি প্রতিবেশী হিসেবে উত্তম হলেও অন্যদের তুলনায় অন্য হিসেবে মন্দও হতে পারে। এমনিভাবে এমনও হতে পারে যে, এক ব্যক্তি প্রতিবেশী হিসেবে ভালো নয়, কিন্তু তার মধ্যে অন্য অনেক গুণ আছে এবং সেসব গুণ বিবেচনায় সে অন্যদের তুলনায় উত্তম। সুতরাং কোনও এক দিক বিবেচনায় উত্তম হয়েই সন্তুষ্ট থাকা উচিত নয়; বরং প্রত্যেকের কর্তব্য নিজ শক্তি-সামর্থ্য অনুযায়ী সম্ভাব্য সকল বিবেচনায় উচ্চস্তরে পৌঁছার চেষ্টা করা।

বস্তুত ভালো প্রতিবেশী পাওয়াটাও মানুষের পক্ষে অনেক বড় সৌভাগ্য। এক হাদীছেও এটিকে সৌভাগ্য বলা হয়েছে। ইরশাদ হয়েছে-

إِنَّ مِنْ سَعَادَةِ الْمُسْلِم الْمَسْكَنَ الْوَاسِعَ ، وَالْجَارَ الصَّالِحَ، وَالْمَرْكَبَ الْهَنِي

‘প্রশস্ত বাসস্থান, উত্তম প্রতিবেশী ও স্বাচ্ছন্দ্যপূর্ণ বাহন দুনিয়ায় মুসলিম ব্যক্তির সৌভাগ্য বটে। ৪৮

আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিবেশী হওয়ার তাওফীক দান করুন।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. এ হাদীছ দ্বারা শিক্ষা পাওয়া যায় যে, সেবাদানেই শ্রেষ্ঠত্ব নিহিত, সেবাগ্রহণে নয়।

খ. এ হাদীছ আমাদেরকে সঙ্গী-সাথী ও প্রতিবেশীদের বেশি বেশি সেবা করার উৎসাহ যোগায় ।

৪৮. বুখারী, আল আদাবুল মুফরাদ, হাদীছ নং ১১৬; বায়হাকী, শুআবুল ঈমান, হাদীছ নং ৯১১১; আল খারাইতী, মাকারিমুল আখলাক, হাদীছ নং ২৫১
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
রিয়াযুস সালিহীন - হাদীস নং ৩১১ | মুসলিম বাংলা