আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৫- অনুমতি গ্রহণ - প্রদান সংক্রান্ত

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬২৫২
৩৩০৮. যে সালামের জবাব দিল এবং বললঃ ওয়া আলাইকাস সালাম।
৫৮১৮। ইবনে বাশশার (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেনঃ তারপর উঠে বস প্রশান্তির সাথে।

হাদীসের ব্যাখ্যা:

৫৮১৭ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন