আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬১৯৩
৩২৭০. নাম বদলিয়ে পূর্বের নামের চাইতে উত্তম নাম রাখা।
৫৭৬০। ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) ......... সাঈদ ইবনে মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত, একবার তার দাদা নবী (ﷺ) এর খিদমতে আসলেন। তিনি জিজ্ঞাসা করলেনঃ তোমার নাম কি? তিনি উত্তর দিলেনঃ আমার নাম হাযন। তিনি বললেনঃ না, বরং তোমার নাম “সাহল”। তিনি বললেনঃ আমার পিতা আমার যে নাম রেখে গিয়েছেন তা আমি বদলাতে চাই না। ইবনে মুসাইয়্যাব রাহঃ বলেন, ফলে এরপর থেকে আমাদের বংশে কঠিনতাই চলে আসছে।


বর্ণনাকারী: