আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬১৯২
৩২৭০. নাম বদলিয়ে পূর্বের নামের চাইতে উত্তম নাম রাখা।
৫৭৫৯। সাদাকা ইবনে ফযল (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, যায়নাব (রাযিঃ) এর নাম ছিল ‘বাররাহ’ (নেককার)। তখন কেউ বললঃ এতে তিনি নিজের পবিত্রতা প্রকাশ করছেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নাম রাখলেন ‘যায়নাব’।
