আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬১৮১
৩২৬৩. যমানাকে গালি দেবে না।
৫৭৪৮। ইয়াহয়া ইবনে বুকায়র (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ বলেনঃ মানুষ যমানাকে গালি দেয়, অথচ আমিই যমানা (এর নিয়ন্ত্রণের মালিক)। একমাত্র আমারই হুকুমে রাত ও দিনের পরিবর্তন হয়।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন