আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬১৮০
৩২৬২. কেউ যেন না বলে, আমার আত্মা ‘খবীস’ হয়ে গেছে।
৫৭৪৭। আবদান (রাহঃ) ......... আবু উমামা ইবনে সাহল রাহঃ তার পিতা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ সাবধান! তোমাদের কেউ যেন একথা না বলে, আমার আত্মা খবীস হয়ে গেছে। বরং সে বলবেঃ আমার আত্মা কলুষিত হয়েছে।
উকায়ল রাহঃ অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
উকায়ল রাহঃ অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।


বর্ণনাকারী: