আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৮৮৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) পার্থিব বস্তুর প্রতি অনাসক্ত, ধন-সম্পদের ক্ষেত্রে নিজের তুলনায় অপরকে প্রাধান্য দিতেন, দুর্বলদের মাঝে সম্পদ বণ্টন করে দিতেন। দানশীলতা আর অল্পে তুষ্ট থাকা ছিলো তাঁর স্বভাবজাত গুণ। তিনি পার্থিব বস্তুর চাইতে পরকালীন বিষয়কে অধিক ভালবাসতেন। এ ছাড়া তিনি কোন যাঞ্চাকারীকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিতেন না, কোন আবেদনকারীকেই নিষেধ করতেন না। আল্লাহ্ তাঁর উপর, তাঁর বংশধরদের উপর ও তাঁর মহীয়সী স্ত্রীদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন।
৮৮৭। হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন মদীনায় হিজরত করেন তখন তাঁর সাহাবীদের মধ্যে আবূ বক্র (রা) ব্যতীত আর কারো সাদা-কালো চুল ছিল না। আবূ বকর (রা) তখন মেহদী ও কাতম রংের খেযাব ব্যবহার করতেন।
أبواب الكتاب
بَابٌ: ذِكْرُ زُهْدِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِيثَارِهِ الْأَمْوَالَ عَلَى نَفْسِهِ، وَتَفْرِيقِهَا عَلَى الْمُخْفِينِ مِنْ أَصْحَابِهِ إِذِ الْكَرَمُ طَبْعُهُ، وَالْبُلْغَةُ مِنْ شَأْنِهِ، وَالْقَنَاعَةُ سَجِيَّتُهُ، وَاخْتِيَارِهِ الْبَاقِي عَلَى الْفَانِي، وَأَنَّهُ مِنْ عَادَتِهِ أَلَا يَرُدَّ سَائِلًا، وَلَا يَمْنَعَ طَالِبًا، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى أَزْوَاجِهِ.
887 - حَدَّثَنَا عِيسَى بْنُ مُحَمَّدٍ الْوَسْقَنْدِيُّ، نَا هِلَالُ بْنُ الْعَلَاءِ، نَا أَبُو جَعْفَرِ بْنُ نُفَيْلٍ، نَا كَثِيرُ بْنُ مَرْوَانَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي عَبْلَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، فَلَمْ يَكُنْ فِي أَصْحَابِهِ أَشْمَطُ غَيْرِ أَبَى بَكْرٍ، وَكَانَ يُغَلِّفُهَا بِالْحِنَّاءِ وَالْكَتَمِ
হাদীসের ব্যাখ্যা:
হিজরতের সময় আবূ বকর (রা)-এর দাড়ি চুল ছিল কাঁচাপাকা । তিনি মেহদী ও কাতমের খেযাব লাগাতেন। কাতম এক প্রকার ঘাস যা দিয়ে কালো রঙ বানানো যায়। সুতরাং মেহদী রঙের সাথে কাতম লাগিয়ে কিছুটা হাল্কা কালো হতো। মোল্লা আলী কারী (র) বলেন, যে রঙের প্রাধান্য হবে হুকুম সে হিসেবেই প্রযোজ্য হবে। যদি মেহদী রঙের প্রাধান্য হয় তখন লাল দেখা যায়। আর যদি কাতমের প্রাধান্য হয় তখন কালো দেখা যায়। মোটকথা দুইটা মিশিয়ে খেযাব লাগানো জায়েয। তবে কালোর প্রাধান্য যাতে না হয় । হাদীসে কালো রঙের খেযাব ব্যবহারে নিষেধ রয়েছে।