আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৮৭৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) পার্থিব বস্তুর প্রতি অনাসক্ত, ধন-সম্পদের ক্ষেত্রে নিজের তুলনায় অপরকে প্রাধান্য দিতেন, দুর্বলদের মাঝে সম্পদ বণ্টন করে দিতেন। দানশীলতা আর অল্পে তুষ্ট থাকা ছিলো তাঁর স্বভাবজাত গুণ। তিনি পার্থিব বস্তুর চাইতে পরকালীন বিষয়কে অধিক ভালবাসতেন। এ ছাড়া তিনি কোন যাঞ্চাকারীকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিতেন না, কোন আবেদনকারীকেই নিষেধ করতেন না। আল্লাহ্ তাঁর উপর, তাঁর বংশধরদের উপর ও তাঁর মহীয়সী স্ত্রীদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন।
৮৭৯। হযরত ইব্ন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে পথ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ তিনি জনৈক আনসারীর বাগানে প্রবেশ করলেন এবং (আনসারীর অনুমতিক্রমে ) খেজুর পেড়ে খেতে লাগলেন। তারপর আমাকে বললেন, হে ইব্ন উমর! তুমি খাচ্ছ না কেন? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আমার খেতে ইচ্ছে হচ্ছে না। তিনি বললেন, আমার কিন্তু ইচ্ছে হচ্ছে। আজ চতুর্থ দিন এ যাবত আমি কোনো খাদ্যই গ্রহণ করিনি। আমি যদি আমার রবের কাছে সম্পদ চেয়ে দু'আ করতাম তাহলে তিনি আমাকে পারস্য ও রোম সাম্রাজ্যের রাজ্য দিতেন। হে ইব্ন উমর! তোমার কি হবে যখন দেখতে পাবে যে, জাতির লোকেরা সাংবাৎসরিক খোরাক গোপনে জমা করে রাখছে আর তাদের বিশ্বাস দুর্বল হচ্ছে? বর্ণনাকারী বলেন, আল্লাহ্ শপথ! এ কথা বলার পরই অবিলম্বে এ আয়াত নাযিল হয়ঃ وَكَأَيِّنْ مِنْ دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ এমন অনেক প্রাণী আছে যারা নিজেদের খোরাক বয়ে বেড়ায় না। আল্লাহ্ তাদের রিয্ক দিয়ে থাকেন এবং তোমাদেরও তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী।"
অতএব রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, আল্লাহ্ আমাকে পার্থিব ধন-সম্পদ সঞ্চয় করতে ও প্রবৃত্তির দাসত্ব করতে আদেশ করেন নাই। যে ব্যক্তি একটি দীনারও সঞ্চয় করবে এবং এর মাধ্যমে দুনিয়ার জীবনে টিকে থাকার ইচ্ছে করবে, জেনে রাখো জীবন আল্লাহ্র হাতে। আমি একটি দীনারও বা একটি দিরহামও জমা করবো না আর আগামীকালের জন্য রিয্ক সঞ্চয় করে রাখব না ।
অতএব রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, আল্লাহ্ আমাকে পার্থিব ধন-সম্পদ সঞ্চয় করতে ও প্রবৃত্তির দাসত্ব করতে আদেশ করেন নাই। যে ব্যক্তি একটি দীনারও সঞ্চয় করবে এবং এর মাধ্যমে দুনিয়ার জীবনে টিকে থাকার ইচ্ছে করবে, জেনে রাখো জীবন আল্লাহ্র হাতে। আমি একটি দীনারও বা একটি দিরহামও জমা করবো না আর আগামীকালের জন্য রিয্ক সঞ্চয় করে রাখব না ।
أبواب الكتاب
بَابٌ: ذِكْرُ زُهْدِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِيثَارِهِ الْأَمْوَالَ عَلَى نَفْسِهِ، وَتَفْرِيقِهَا عَلَى الْمُخْفِينِ مِنْ أَصْحَابِهِ إِذِ الْكَرَمُ طَبْعُهُ، وَالْبُلْغَةُ مِنْ شَأْنِهِ، وَالْقَنَاعَةُ سَجِيَّتُهُ، وَاخْتِيَارِهِ الْبَاقِي عَلَى الْفَانِي، وَأَنَّهُ مِنْ عَادَتِهِ أَلَا يَرُدَّ سَائِلًا، وَلَا يَمْنَعَ طَالِبًا، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى أَزْوَاجِهِ.
879 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ جَعْفَرٍ الْجَمَّالُ، نَا عَبْدُ الْوَاحِدِ بْنُ مُحَمَّدٍ الْبَجَلِيُّ، نَا يَزِيدُ بْنُ هَارُونَ، نَا الْجَرَّاحُ بْنُ مِنْهَالٍ، عَنِ الزُهْرِيِّ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى دَخَلَ بَعْضَ حِيطَانِ الْأَنْصَارِ، فَجَعَلَ يَلْتَقِطُ مِنَ التَّمْرِ وَيَأْكُلُ، فَقَالَ: يَا ابْنَ عُمَرَ، مَالَكَ لَا تَأْكُلُ؟ قُلْتُ: لَا أَشْتَهِيهِ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: لَكِنِّي أَشْتَهِيهِ، وَهَذِهِ صُبْحُ رَابِعَةٍ مُذْ لَمْ أَذُقْ طَعَامًا، وَلَوْ شِئْتُ لَدَعَوْتُ رَبِّي فَأَعْطَانِي مِثْلَ مُلْكِ كِسْرَى وَقَيْصَرَ، فَكَيْفَ بِكَ يَا ابْنَ عُمَرَ إِذَا بَقِيَتَ فِي قَوْمٍ يُخَبِّئُونَ رِزْقَ سَنَتِهِمْ، وَيَضْعُفُ الْيَقِينُ. فَوَاللَّهِ مَا بَرَحْنَا حَتَّى نَزَلَتْ: {وَكَأَيِّنْ مِنْ دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ} [العنكبوت: 60] فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ لَمْ يَأْمُرْنِي بِكَنْزِ الدُّنْيَا، وَلَا بِاتِّبَاعِ الشَّهَوَاتِ، فَمَنْ كَنَزَ دِينَارًا يُرِيدُ بِهَا حَيَاةً بَاقِيَةً، فَإِنَّ الْحَيَاةَ بِيَدِ اللَّهِ، أَلَا وَإِنِّي لَا أَكَنْزُ دِينَارًا وَلَا دِرْهَمًا، وَلَا أَخْبَأُ رِزْقًا لِغَدٍ. قَالَ أَبُو مُحَمَّدٍ: الزُّهْرِيُّ هُوَ عَبْدُ الرَّحِيمِ بْنِ عَطَّافٍ
হাদীসের ব্যাখ্যা:
মুহাদ্দিসগণের মতে এ হাদীসটি সনদ ও মতন উভয় দিক দিয়ে দুর্বল ও প্রত্যাখ্যাত। কেননা, এর রাবী জারাহ্ ইব্ন মিনহাল প্রত্যাখ্যাত রাবী ও জাল হাদীস তৈরির অভিযোগে অভিযুক্ত। হাদীসের মতন এ জন্যে দুর্বল যে, এ হাদীসে রাসুল এর মর্যাদার উপর কটাক্ষ করা হয়েছে। যেমন, তিনি বাগানে প্রবেশ করে খেজুর পেড়ে খেতে শুরু করেন ইত্যাদি। তবে যেহেতু এ হাদীস বর্ণনার মাধ্যমে প্রমাণ করতে চান যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দিনার ও দিরহাম জমা করে রাখতেন না বরং গরীব-দুঃখীদের মাঝে তৎক্ষণাৎ বিলিয়ে দিতেন; এ উদ্দেশ্য সামনে রেখেই গ্রন্থকার এ হাদীসটি এখানে সন্নিবেশ করেছেন।