আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৮৭০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) পার্থিব বস্তুর প্রতি অনাসক্ত, ধন-সম্পদের ক্ষেত্রে নিজের তুলনায় অপরকে প্রাধান্য দিতেন, দুর্বলদের মাঝে সম্পদ বণ্টন করে দিতেন। দানশীলতা আর অল্পে তুষ্ট থাকা ছিলো তাঁর স্বভাবজাত গুণ। তিনি পার্থিব বস্তুর চাইতে পরকালীন বিষয়কে অধিক ভালবাসতেন। এ ছাড়া তিনি কোন যাঞ্চাকারীকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিতেন না, কোন আবেদনকারীকেই নিষেধ করতেন না। আল্লাহ্ তাঁর উপর, তাঁর বংশধরদের উপর ও তাঁর মহীয়সী স্ত্রীদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন।
৮৭০। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) আল্লাহ্র সান্নিধ্যে যাওয়ার পূর্ব পর্যন্ত কখনোই বেলুন দিয়ে বেলা আটার রুটি দেখেননি। আর একদা নবী (ﷺ) তাঁর একটি বর্ম বন্ধক রেখে পরিবারের আহারের জন্য যব ক্রয় করেছিলেন।
أبواب الكتاب
بَابٌ: ذِكْرُ زُهْدِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِيثَارِهِ الْأَمْوَالَ عَلَى نَفْسِهِ، وَتَفْرِيقِهَا عَلَى الْمُخْفِينِ مِنْ أَصْحَابِهِ إِذِ الْكَرَمُ طَبْعُهُ، وَالْبُلْغَةُ مِنْ شَأْنِهِ، وَالْقَنَاعَةُ سَجِيَّتُهُ، وَاخْتِيَارِهِ الْبَاقِي عَلَى الْفَانِي، وَأَنَّهُ مِنْ عَادَتِهِ أَلَا يَرُدَّ سَائِلًا، وَلَا يَمْنَعَ طَالِبًا، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى أَزْوَاجِهِ.
870 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ مَعْدَانَ، نَا مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ بْنِ خَلَفٍ، نَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، نَا سَعِيدُ بْنُ بَشِيرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَرَ رَغِيفًا مُحَوَّرًا بِوَاحِدَةٍ مِنْ عَيْنَيْهِ حَتَّى لَحِقَ بِرَبِّهِ، وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَهَنَ دِرْعًا لَهُ فِي طَعَامٍ مِنَ الشَّعِيرِ، اشْتَرَاهُ لِأَهْلِهِ

হাদীসের ব্যাখ্যা:

দু'জাহানের সর্দার আখেরী নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবন-জীবিকা কিরূপ ছিলো এ হাদীস থেকে তার ধারণা লাভ করা যায়। জীবনে তিনি চাপাতি রুটি খাননি। আর পরবর্তী সময়ের জন্য রাখার মত খাদ্যসামগ্রী কখনোই তাঁর ছিলো না। এমনকি পরিবারের লোকজন ও স্ত্রীদের জন্য খাবার সংগ্রহ করতে বর্ম বন্ধক রাখতে বাধ্য হন। তিনি ভবিষ্যতের জন্য না কোন কিছু জমা রাখতেন আর না অভাবের কথা কারো সামনে প্রকাশ করতেন। যখনই কোন যুদ্ধ থেকে গনীমতের মাল তাঁর কাছে আসতো কিংবা কোন হাদীয়া আসতো তিনি তৎক্ষণাৎ তা অভাবীদের মাঝে বণ্টন করে দিতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান