আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৮৫৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) পার্থিব বস্তুর প্রতি অনাসক্ত, ধন-সম্পদের ক্ষেত্রে নিজের তুলনায় অপরকে প্রাধান্য দিতেন, দুর্বলদের মাঝে সম্পদ বণ্টন করে দিতেন। দানশীলতা আর অল্পে তুষ্ট থাকা ছিলো তাঁর স্বভাবজাত গুণ। তিনি পার্থিব বস্তুর চাইতে পরকালীন বিষয়কে অধিক ভালবাসতেন। এ ছাড়া তিনি কোন যাঞ্চাকারীকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিতেন না, কোন আবেদনকারীকেই নিষেধ করতেন না। আল্লাহ্ তাঁর উপর, তাঁর বংশধরদের উপর ও তাঁর মহীয়সী স্ত্রীদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন।
৮৫৩। হযরত জুবায়র ইব্ন নুফায়র (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ ধন-সম্পদ সঞ্চয় করতে ও ব্যবসায়ী হতে আমার কাছে ওহী পাঠানো হয় নাই বরং আমার কাছে ওহী পাঠানো হয়েছে এই বলে যে, তোমার রবের প্রশংসাসহ তাসবীহ্ পাঠ করো এবং সিজ্দাকারীদের অন্তর্ভুক্ত হও আর মৃত্যুর পূর্ব পর্যন্ত ইবাদত করতে থাকো।
أبواب الكتاب
بَابٌ: ذِكْرُ زُهْدِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِيثَارِهِ الْأَمْوَالَ عَلَى نَفْسِهِ، وَتَفْرِيقِهَا عَلَى الْمُخْفِينِ مِنْ أَصْحَابِهِ إِذِ الْكَرَمُ طَبْعُهُ، وَالْبُلْغَةُ مِنْ شَأْنِهِ، وَالْقَنَاعَةُ سَجِيَّتُهُ، وَاخْتِيَارِهِ الْبَاقِي عَلَى الْفَانِي، وَأَنَّهُ مِنْ عَادَتِهِ أَلَا يَرُدَّ سَائِلًا، وَلَا يَمْنَعَ طَالِبًا، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى أَزْوَاجِهِ.
853 - حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ مُحَمَّدٍ الصَّوَّافُ الْبَصْرِيُّ، نَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْأَزْدِيُّ، نَا أَبِي، وَالْهَيْثَمُ بْنُ خَارِجَةَ، قَالَا: نَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ شُرَحْبِيلَ بْنِ مُسْلِمٍ، عَنْ أَبِي مُسْلِمٍ الْخَوْلَانِيِّ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا أُوحِيَ إِلَيَّ أَنْ أَجْمَعَ الْمَالَ، وَأَكُونَ مِنَ التَّاجِرِينَ، وَلَكِنْ أُوحِيَ إِلَيَّ أَنْ {فسَبَّحِ بِحَمْدِ رَبِّكَ، وَكُنْ مِنَ السَّاجِدِينَ، وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ} [الحجر: 99]
হাদীসের ব্যাখ্যা:
১. ধন-সম্পদ সঞ্চয়ের মাধ্যমে ধনাঢ্য ব্যক্তি হবার কিংবা বিরাট ব্যবসায়ী হবার জন্য রাসূলকে বলা হয়নি। কেননা তিলে তিলে সম্পদের পাহাড় গড়ে তোলা সে সব দুনিয়াদার লোকদের লক্ষণ, যাদের দৃষ্টিভঙ্গি দুনিয়া পর্যন্তই সীমিত ও সংকীর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নির্দেশ দেয়া হয়েছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ্ স্মরণ, যিক্র, তাসবীহ্, সিজদা ও সালাত এবং ইবাদতে লিপ্ত থাকতে আর যিক্রের ব্যাপারটা আল্লাহ্র উপর ন্যস্ত করতে।
২. শরীঅতের নীতি ও বিধানের ব্যাপারে যাদের কিছুটা জ্ঞান আছে, তারা জানে যে, ব্যবসা-বাণিজ্য এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করা কোন নাজায়েয বিষয় নয় এবং শরীঅতের বিধি-বিধানের একটা বিরাট অংশ ব্যবসা-বাণিজ্য ইত্যাদি আর্থিক লেনদেনের সাথেও সংশ্লিষ্ট; বরং রাসূলুল্লাহ ﷺ স্বয়ং ঐসব ব্যবসায়ীদের বিরাট ফযীলত ও মর্যাদার কথা বর্ণনা করেছেন, যারা আমানতদারী, সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করে থাকে। কিন্তু রাসূলুল্লাহ ﷺ এর যে বিশেষ অবস্থান ও মর্যাদা ছিল এবং আল্লাহ্ তা'আলা তাঁর দ্বারা যে কাজ নিতে চেয়েছিলেন, এতে ব্যবসার মত কোন বৈধ অর্থকরী পেশায়ও তাঁর জড়িত হওয়ার অবকাশ ছিল না। সাথে সাথে আল্লাহ্ তা'আলা তাঁকে অল্পেতুষ্টি এবং তাওয়াক্কুলের বিরাট সম্পদ দান করে এ চিন্তা থেকে মুক্তও করে দিয়েছিলেন।
তাই রাসূলুল্লাহ ﷺ এর এ হাদীসের মর্ম এটাই যে, আমাকে তো ঐসব কাজেই নিয়োজিত থাকতে হবে, আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে যেগুলোর নির্দেশ দেওয়া হয়েছে। আমার কাজ ব্যবসা-বাণিজ্য ও অর্থ সঞ্চয় করা নয়।
রাসূলুল্লাহ ﷺ এর উম্মতের মধ্যেও যারা নিজেদের জন্য খাঁটি তাওয়াক্কুলের জীবন পছন্দ করে এবং এ পথের কঠিন পরীক্ষা ও বিপদের উপর ধৈর্য ধারণ করার সাহস রাখে, এর সাথে আল্লাহ্ তা'আলার উপর তাওয়াক্কুলের সম্পদও যদি তারা লাভ করে থাকে, তাহলে তাদের জন্যও নিঃসন্দেহে এটাই উত্তম। কিন্তু যাদের অবস্থা এমন নয়, তাদের জন্য অর্থ উপার্জনের কোন বৈধ পেশা অবলম্বন করা, বিশেষ করে আমাদের এ যুগে খুবই জরুরী।
২. শরীঅতের নীতি ও বিধানের ব্যাপারে যাদের কিছুটা জ্ঞান আছে, তারা জানে যে, ব্যবসা-বাণিজ্য এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করা কোন নাজায়েয বিষয় নয় এবং শরীঅতের বিধি-বিধানের একটা বিরাট অংশ ব্যবসা-বাণিজ্য ইত্যাদি আর্থিক লেনদেনের সাথেও সংশ্লিষ্ট; বরং রাসূলুল্লাহ ﷺ স্বয়ং ঐসব ব্যবসায়ীদের বিরাট ফযীলত ও মর্যাদার কথা বর্ণনা করেছেন, যারা আমানতদারী, সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করে থাকে। কিন্তু রাসূলুল্লাহ ﷺ এর যে বিশেষ অবস্থান ও মর্যাদা ছিল এবং আল্লাহ্ তা'আলা তাঁর দ্বারা যে কাজ নিতে চেয়েছিলেন, এতে ব্যবসার মত কোন বৈধ অর্থকরী পেশায়ও তাঁর জড়িত হওয়ার অবকাশ ছিল না। সাথে সাথে আল্লাহ্ তা'আলা তাঁকে অল্পেতুষ্টি এবং তাওয়াক্কুলের বিরাট সম্পদ দান করে এ চিন্তা থেকে মুক্তও করে দিয়েছিলেন।
তাই রাসূলুল্লাহ ﷺ এর এ হাদীসের মর্ম এটাই যে, আমাকে তো ঐসব কাজেই নিয়োজিত থাকতে হবে, আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে যেগুলোর নির্দেশ দেওয়া হয়েছে। আমার কাজ ব্যবসা-বাণিজ্য ও অর্থ সঞ্চয় করা নয়।
রাসূলুল্লাহ ﷺ এর উম্মতের মধ্যেও যারা নিজেদের জন্য খাঁটি তাওয়াক্কুলের জীবন পছন্দ করে এবং এ পথের কঠিন পরীক্ষা ও বিপদের উপর ধৈর্য ধারণ করার সাহস রাখে, এর সাথে আল্লাহ্ তা'আলার উপর তাওয়াক্কুলের সম্পদও যদি তারা লাভ করে থাকে, তাহলে তাদের জন্যও নিঃসন্দেহে এটাই উত্তম। কিন্তু যাদের অবস্থা এমন নয়, তাদের জন্য অর্থ উপার্জনের কোন বৈধ পেশা অবলম্বন করা, বিশেষ করে আমাদের এ যুগে খুবই জরুরী।
২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)