আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৮৪৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) পার্থিব বস্তুর প্রতি অনাসক্ত, ধন-সম্পদের ক্ষেত্রে নিজের তুলনায় অপরকে প্রাধান্য দিতেন, দুর্বলদের মাঝে সম্পদ বণ্টন করে দিতেন। দানশীলতা আর অল্পে তুষ্ট থাকা ছিলো তাঁর স্বভাবজাত গুণ। তিনি পার্থিব বস্তুর চাইতে পরকালীন বিষয়কে অধিক ভালবাসতেন। এ ছাড়া তিনি কোন যাঞ্চাকারীকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিতেন না, কোন আবেদনকারীকেই নিষেধ করতেন না। আল্লাহ্ তাঁর উপর, তাঁর বংশধরদের উপর ও তাঁর মহীয়সী স্ত্রীদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন।
৮৪৩। হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ একদা আমার রব মহান প্রতিপালক মক্কা উপত্যকাকে সোনায় পরিণত করে আমার সামনে পেশ করেন। আমি তখন বললাম, হে রব! আমি এরূপ চাই না বরং আমি একদিন ক্ষুধার্ত থাকতে আর একদিন পেটভরে খেতে চাই। যখন আমি পেটভরে খেতে পারব তখন তোমার প্রশংসা করব এবং শুকরিয়া আদায় করব। আর যখন ক্ষুধার্ত থাকব তখন বিনয়ের সাথে তোমাকে ডাকব।
أبواب الكتاب
بَابٌ: ذِكْرُ زُهْدِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِيثَارِهِ الْأَمْوَالَ عَلَى نَفْسِهِ، وَتَفْرِيقِهَا عَلَى الْمُخْفِينِ مِنْ أَصْحَابِهِ إِذِ الْكَرَمُ طَبْعُهُ، وَالْبُلْغَةُ مِنْ شَأْنِهِ، وَالْقَنَاعَةُ سَجِيَّتُهُ، وَاخْتِيَارِهِ الْبَاقِي عَلَى الْفَانِي، وَأَنَّهُ مِنْ عَادَتِهِ أَلَا يَرُدَّ سَائِلًا، وَلَا يَمْنَعَ طَالِبًا، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى أَزْوَاجِهِ.
843 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ رَاشِدٍ، نَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَسْرُوقِيُّ، نَا حُسَيْنٌ الْجُعْفِيُّ، عَنْ فُضَيْلِ بْنِ عِيَاضٍ، عَنْ مُطَّرِحِ بْنِ يَزِيدَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَرَضَ عَلَيَّ رَبِّي عَزَّ وَجَلَّ بَطْحَاءَ مَكَّةَ ذَهَبًا، فَقُلْتُ: لَا يَا رَبِّ، وَلَكِنْ أَجُوعُ يَوْمًا، وَأَشْبَعُ يَوْمًا، فَإِذَا شَبِعْتُ حَمِدْتُكَ، وَشَكَرْتُكَ، وَإِذَا جُعْتُ تَضَرَّعْتُ إِلَيْكَ وَدَعَوْتُكَ.
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দারিদ্র্য ও অভাব-অনটনের অবস্থাটি ছিল স্বেচ্ছায় বরণ করে নেয়া, কোন অপারগতা বা অক্ষমতার জন্যে ছিল না। তিনি নিজেই তা আল্লাহ্র কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। তিনি চাইলে সমস্ত পাহাড়-পর্বত সোনায় পরিণত হয়ে যেত। অথচ তিনিই একদিন ক্ষুধার্ত থাকা ও একদিন খাবার গ্রহণের আবেদন জানান। কেননা কোন ব্যক্তি যদি কোন কিছুরই অভাব বোধ না করেন তাহলে তিনি আল্লাহ্র সামনে বিনয়াবনত হওয়ার স্বাদ পাবেন না। আর নিয়ামত পেয়ে তার মর্যাদাও দিতে পারবেন না। এমনকি মনের গভীর দেশ থেকে শুকরিয়াও আদায় করবেন না।
বর্ণনাকারী: