আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৮২৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
রাসূলুল্লাহ্ (ﷺ) সমস্ত কাজ ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন
৮২৮। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) যখন কাপড় পরতেন তখন ডান দিক থেকে শুরু করতেন।
أبواب الكتاب
ذِكْرُ مَحَبَّتِهِ لِلتَّيَامُنِ فِي جَمِيعِ أَفْعَالِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
828 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ، نَا عَبْدُ اللَّهِ بْنُ إِسْحَاقَ الْمَعْرُوفُ بِبِدْعَةَ، نَا يَحْيَى بْنُ حَمَّادٍ، نَا شُعْبَةُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ ذَكْوَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا لَبِسَ ثَوْبًا بَدَأَ بِمَيَامِنِهِ
হাদীসের ব্যাখ্যা:
অনুচ্ছেদে বর্ণিত হাদীসগুলোর বিষয়বস্তু সুস্পষ্ট। আর কোন কাজ ডান দিক অথবা বাম দিক থেকে শুরু করার ব্যাপারে মৌলিক কথাবার্তা ইতিপূর্বে একটি হাদীসে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এ হাদীসগুলোতেও তার সমর্থন পাওয়া যায়। বর্তমান যুগের কিছু কিছু লোক এ ব্যাপারটিকে গুরুত্ব দেয় না, যদিও এটা সামান্য ব্যাপার নয়। এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অতীব পছন্দনীয় কাজ ও বিশিষ্ট সুন্নত। সুতরাং তাঁর প্রতিটি সুন্নতকে আঁকড়ে ধরা উচিত।