আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৮২২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
মৌসুমের প্রথম বৃষ্টির সময় রাসূলুল্লাহ্ (ﷺ) যা করতেন
৮২২। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে ছিলাম। হঠাৎ বৃষ্টিপড়া শুরু হলে তিনি তা গায়ে লাগানোর জন্য পোশাক উপরের দিকে কুঞ্চিত করলেন এবং বললেন, এ বৃষ্টি এইমাত্র তার রবের সান্নিধ্য থেকে এসেছে।
أبواب الكتاب
ذِكْرُ فِعْلِهِ فِي أَوَّلِ مَطَرٍ يُمْطَرُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
822 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا قَطَنُ بْنُ نُسَيْرٍ، نَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، نَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، قَالَ: أَصَابَنَا مَطَرٌ، وَنَحْنُ مَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَسَرَ عَنْهُ، وَقَالَ: إِنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকেও স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, তিনি পোশাক উপরের দিকে উঠিয়েছেন, খুলে ফেলেন নি।