আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৮২১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
মৌসুমের প্রথম বৃষ্টির সময় রাসূলুল্লাহ্ (ﷺ) যা করতেন
৮২১। হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বৃষ্টির পানি গায়ে লাগানোর জন্যে কাপড় খুলে রাখতেন এবং পরিবারের লোকদের অনুরূপ করার জন্যে নির্দেশ দিতেন।
أبواب الكتاب
ذِكْرُ فِعْلِهِ فِي أَوَّلِ مَطَرٍ يُمْطَرُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
821 - حَدَّثَنَا مُسْلِمُ بْنُ سَعِيدٍ الْأَشْعَرِيُّ، نَا مُجَاشِعُ بْنُ عَمْرٍو، نَا يُوسُفُ بْنُ عَطِيَّةَ الصَّفَّارُ، نَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَجَرَّدْ لِلْمَطَرِ، وَيَأْمُرُ أَهْلَ بَيْتِهِ بِذَلِكَ
হাদীসের ব্যাখ্যা:
মৌসুমের বৃষ্টির পানি গায়ে লাগানো এবং তা দিয়ে গোসল করা স্বাস্থ্যের জন্য নিঃসন্দেহে উপকারী। এ ছাড়া রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আরো ফযীলতের কথা ব্যক্ত করেছেন। যেমন তিনি বলেছেন, বৃষ্টি এইমাত্র আল্লাহ্র কাছ থেকে আসার কারণে বরকতপূর্ণ থাকে, তাই বৃষ্টির পানি গায়ে লাগিয়ে উপকৃত হবার চেষ্টা করলে বরকত হাসিল হয়। সুতরাং তিনি নিজে তা করতেন এবং পরিবারের লোকদের তা করতে নির্দেশ দিতেন। বৃষ্টির পানি গায়ে লাগানোর জন্যে তিনি কিছু কাপড় খুলে ফেলতেন অথবা কাপড় কুঞ্চিত করে বৃষ্টির পানি সংগ্রহ করতেন। পরবর্তী হাদীসগুলোতে স্পষ্টত বর্ণিত হয়েছে যে, তিনি শরীর থেকে সমস্ত পোশাক খুলতেন না। কেননা তিনি ছিলেন লজ্জাশীলতার মূর্ত প্রতীক। তিনি কখনোই নির্জনেও পূর্ণ উলঙ্গ হতেন না। তাঁর সম্পর্কে এরূপ ধারণা করাও অনভিপ্রেত। সুতরাং উক্ত হাদীসের (বিবস্ত্র) শব্দ দ্বারা অতিরিক্ত কিছু কাপড় খুলে ফেলার কথা বুঝানো হয়েছে। আল্লামা গিমারী (র) বলেন, এ হাদীসটি দুর্বল। কেননা, এর কতক বর্ণনাকারী নিঃসন্দেহে পরিত্যক্ত !