আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৮১৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর ফজরের সালাতের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা এবং আল্লাহ্র যিকরের মধ্যে ব্যাপৃত থাকার বর্ণনা
৮১৯। হযরত জাবির ইব্ন সামুরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ফজরের সালাত পড়ার পর সূর্য পরিষ্কারভাবে উদিত হওয়া পর্যন্ত নিজ জায়গায় বসে থাকতেন।
أبواب الكتاب
ذِكْرُ لُزُومِهِ الْمَسْجِدَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَذِكْرُ اللَّهِ بَعْدَ صَلَاةِ الْغَدَاةِ إِلَى طُلُوعِ الشَّمْسِ
819 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ مُكْرَمٍ، نَا عُبَيْدُ اللَّهِ الْقَوَارِيرِيُّ، نَا بِشْرُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى الصُّبْحَ لَمْ يَبْرَحْ مِنْ مَجْلِسِهِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ حَسْنَاءَ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে বোঝা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর নিজ মোসল্লার উপর সূর্য ভালভাবে ওঠা পর্যন্ত বসা থাকতেন। এ সময়ে তিনি আল্লাহ্র যিকরে ব্যাপৃত থাকতেন।
মিশকাত শরীফে হযরত আনাস ইব্ন মালিক (রা)-এর এক হাদীসে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি জামাআতের সহিত ফজরের সালাত আদায় করার পর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ্ পাকের যিকরের মধ্যে মশগুল থাকেন তারপর সূর্য উঠলে দু'রাকআত ইশ্রাকের সালাত আদায় করেন সে ব্যক্তিকে একটি হজ্জ ও একটি উমরার সাওয়াব প্রদান করা হয়। হযরত আনাস ইব্ন মালিক (রা) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর নিম্নোক্ত কথাটি তিনবার উচ্চারণ করে বলেন; পরিপূর্ণ, পরিপূর্ণ, পরিপূর্ণ অর্থাৎ সে ব্যক্তিকে একটি পরিপূর্ণ হজ্জ ও একটি পরিপূর্ণ উমরার সাওয়াব দান করা হয় ।
'ইশ্রাক' শব্দের আভিধানিক অর্থ হলো, সূর্য উদিত হওয়া। যেহেতু এ সালাতটি সূর্য উদিত হওয়ার পর পড়া হয় তাই একে 'সালাতুল ইশ্রাক' বলা হয়। হাদীসে এ সালাতের বহু ফযীলত বর্ণিত আছে। এখানে আমাদের কেবল এতটুকু প্রমাণ করা উদ্দেশ্য যে, ফজরের সালাতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিয়ম ছিল কিছুক্ষণ অবস্থান করা ও ইশ্রাকের সালাত পড়া।
মিশকাত শরীফে হযরত আনাস ইব্ন মালিক (রা)-এর এক হাদীসে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি জামাআতের সহিত ফজরের সালাত আদায় করার পর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ্ পাকের যিকরের মধ্যে মশগুল থাকেন তারপর সূর্য উঠলে দু'রাকআত ইশ্রাকের সালাত আদায় করেন সে ব্যক্তিকে একটি হজ্জ ও একটি উমরার সাওয়াব প্রদান করা হয়। হযরত আনাস ইব্ন মালিক (রা) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর নিম্নোক্ত কথাটি তিনবার উচ্চারণ করে বলেন; পরিপূর্ণ, পরিপূর্ণ, পরিপূর্ণ অর্থাৎ সে ব্যক্তিকে একটি পরিপূর্ণ হজ্জ ও একটি পরিপূর্ণ উমরার সাওয়াব দান করা হয় ।
'ইশ্রাক' শব্দের আভিধানিক অর্থ হলো, সূর্য উদিত হওয়া। যেহেতু এ সালাতটি সূর্য উদিত হওয়ার পর পড়া হয় তাই একে 'সালাতুল ইশ্রাক' বলা হয়। হাদীসে এ সালাতের বহু ফযীলত বর্ণিত আছে। এখানে আমাদের কেবল এতটুকু প্রমাণ করা উদ্দেশ্য যে, ফজরের সালাতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিয়ম ছিল কিছুক্ষণ অবস্থান করা ও ইশ্রাকের সালাত পড়া।